Advertisement
Advertisement

Breaking News

রাতভর শুটিংয়ের ধকল, যোধপুরে গুরুতর অসুস্থ অমিতাভ বচ্চন

নিজের ব্লগে জানালেন বিগ বি, বিশেষ চার্টার্ড বিমানে উড়িয়ে আনার তোড়জোড়।

Amitabh Bachchan falls ill on film set in Jodhpur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:March 13, 2018 12:34 pm
  • Updated:January 11, 2021 5:24 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসুস্থ অমিতাভ বচ্চন। সারা রাত ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর শুটিং সেরে হোটেলে ফিরেই অসুস্থ বোধ করেন বলিউডের শাহেনশা। নিজেই ব্লগের মাধ্যমে জানিয়েছেন সে কথা। ইতিমধ্যেই চিকিৎসকদের দল নিয়ে যোধপুরের উদ্দেশে উড়ে গিয়েছে চাটার্ড বিমান।

বেশ কিছুদিন ধরেই যোধপুরে চলছে ‘ঠাগস অফ হিন্দোস্তান’-এর শুটিং। অমিতাভ ছাড়াও ছবিতে রয়েছেন আমির খান, ক্যাটরিনা কাইফ, ফতিমা সানা শেখ। বেশিরভাগ কলাকুশলীরাই রয়েছেন যোধপুরে। সোমবার সারা রাত শুটিং করেন বিগ বি। ভোর চারটে একান্ন মিনিটে জানান, বিনা পরিশ্রমে কিছুই মেলে না।

Advertisement

[শ্রীদেবী-কন্যার প্রথম ছবিতে খরাজ, কলকাতাতেও হবে ‘ধড়ক’-এর শুটিং]

পরিশ্রম করে ফিরেই অসুস্থ বোধ করেন অমিতাভ। নিজের ব্লগেই সে কথা জানান। জানান, চিকিৎসকদের দল মঙ্গলবারই পৌঁছবে যোধপুর। জানা গিয়েছে, বিশেষ এই দলে সেই চিকিৎসকরা রয়েছেন, যাঁরা আগাগোড়া বিগ বি-র স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই মুম্বইয়ের হাসপাতালে যেতে দেখা যায় অমিতাভকে। শোনা গিয়েছিল, রুটিন চেক-আপের জন্যই হাসপাতাল গিয়েছেন অভিনেতা। এক্ষেত্রেও সমস্যা গুরুতর নয় বলেই আশা করা হচ্ছে। কারণ অভিনেতা নিজেই ব্লগ করেই আশ্বস্ত করেছেন। তবুও সাবধানের মার নেই। চাই চিকিৎসকদের পরামর্শ নিয়েই ফের শুটিং ফ্লোরে যেতে চান বিগ বি।

Untitled-2

[দ্রুত গতিতে গাড়ি চালিয়ে অটোকে ধাক্কা, গ্রেপ্তার আদিত্য নারায়ণ]

ইদানীং নাকি মানসিকভাবেও বিপর্যস্ত বিগ বি। প্রথমে প্রাক্তন সহকর্মী শ্রীদেবীর আকস্মিক মৃত্যু। তারপর দীর্ঘদিনের পারিবারিক বন্ধু তথা অভিনেত্রী শাম্মির মৃত্যুতে শোকাহত বলিউডের অ্যাংরি ইয়াং ম্যান। তার প্রমাণ মিলেছিল টুইটে। একে একে সকলেই চলে যাচ্ছে। টুইট করেছিলেন ব্যথিত অমিতাভ।

মনে করা হচ্ছে, মানসিকভাবে এমনিতেই বিপর্যস্ত অভিনেতা। তার উপরে ৭৫ বছর বয়সে সারা রাত শুটিং করার ধকল সইতে পারেননি বিগ বি। তবে কারণ যাই হোক, শাহেনশার সুস্থ হয়ে ওঠাই এখন বড় বিষয় তাঁর অনুরাগীদের কাছে। সেই কামনাই করেছেন সকলে।

[গানে যে পাশের বাড়ির মেয়ের কথা বলেছি, তিনি সত্যিই ছিলেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement