সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁরা বন্ধু৷ একসঙ্গে পর্দাতেও দেখা গিয়েছে তাঁদের৷ তবে বাস্তব জীবনে আক্ষরিকভাবেই তাঁদের ‘আন্দাজ আপনা আপনা’৷ আর তাই ধর্ষণ নিয়ে করা বন্ধু সলমনের মন্তব্যকে সমর্থন করলেন না আমির খান৷ জানিয়ে দিলেন, এই মন্তব্য অসংবেদনশীল ও দুর্ভাগ্যজনক৷
‘সুলতান’ ছবির প্রস্তুতি পর্ব বর্ণনা করতে গিয়ে নিজেকে ধর্ষিতার সঙ্গে তুলনা করেছিলেন সলমন৷ আর সে মন্তব্য নিয়েই পড়েছিল শোরগোল৷ সারা দেশে যখন বিরূপ সমালোচনার বন্যা, তখন ঠারেঠোরে সুপারস্টারের পাশেই দাঁড়িয়েছিল বলিপাড়ার একাংশ৷ সোনা মহাপাত্রের মতো দু’একজন সলমনের মন্তব্যের সমালোচনা করতে গিয়ে বিপাকে পড়েছিলেন৷ সলমনের মতো সুপারস্টারের বিরুদ্ধে কথা বলা যে বলিপাড়ায় কতটা হানিকর, তার স্পষ্ট উদাহরণ অরিজিৎ সিং৷ তাই মুখে কুলুপই এঁটেছিলেন অনেকে৷ কিন্তু আমির যে বরাবরই স্বতন্ত্র, তা এদিন আবার বুঝিয়ে দিলেন৷ তাঁর ‘দঙ্গল’ ছবির নতুন পোস্টার লঞ্চে এদিন আমির জানিয়ে দিলেন বন্ধুর মন্তব্য তিনি সমর্থন করেন না৷
‘দঙ্গল’ ছবিতে কুস্তিগির মহাবীর ফোগটের ভূমিকায় অভিনয় করছেন আমির৷ নতুন পোস্টারে দেখা গেল নারীশক্তির উপর অনেকটাই জোর দেওয়া হয়েছে৷ ‘মারি ছোরিয়াঁ ছোরোঁ সে কম হ্যায় কে’- ট্যাগলাইনেই বুঝিয়ে দেওয়া হয়েছে সে কথা৷ মহাবীর নিজে তাঁর মেয়েদের কুস্তি শিখিয়েছিলেন৷ এ পোস্টারেও দেখা গেল আমিরের অনস্ক্রিন মেয়েদের৷ সেই সঙ্গে থাকল নারীশক্তির বার্তাও৷
তবে সবথেকে বড় বার্তাটি দিয়ে গেলেন আমির খান নিজে৷ ধর্ষণের মতো বিষয় নারীসম্মানের ক্ষেত্রে অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়৷ সলমনের মন্তব্য যে নারীদের ক্ষেত্রে চূড়ান্ত অপমানজনকও তা বলার অপেক্ষা রাখে না৷ বহু নারী খোলা চিঠি লিখে প্রতিবাদ করেছিলেন এই মন্তব্যের৷ জনপ্রিয়তার ঠিক যে জায়গাটা এ মন্তব্যের জেরে হারিয়েছিলেন সলমন, মন্তব্যের বিরোধিতা করে সে জায়গাটিরই যেন দখল নিলেন আমির৷ আমিরের কুস্তির প্যাঁচে কি তবে ধরাশায়ী হবে ‘সুলতান’? বলিপাড়া তাকিয়ে সেদিকেই৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.