সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাবুলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জঙ্গি হামলা৷ ‘দ্য আমেরিকান ইউনিভার্সিটি অফ আফগানিস্তান’-এ হামলার খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে একাধিক সংবাদসংস্থা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমা মেরে বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারটি উড়িয়ে দেওয়া হয়েছে৷ বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে গোলাগুলির শব্দ শোনা গিয়েছে৷
#University Under #Attack in Kabul https://t.co/7n3u3UEKxs pic.twitter.com/N65x9pFuea
— TOLOnews (@TOLOnews) August 24, 2016
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বহু মার্কিন অধ্যাপক হামলার জেরে বিশ্ববিদ্যালয়ের ভিতরে আটকে পড়েন৷ রয়েছেন কয়েকশো ছাত্রছাত্রীও৷ কয়েকজন অবশ্য ‘ইমার্জেন্সি এক্সিট’ দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন৷ ইউনিভার্সিটির ভিতরে আটকে পড়েন সংবাদসংস্থা এপি-র চিত্রগ্রাহক পুলিৎজার পুরস্কার বিজয়ী মাসুদ হোসেইনিও৷
Help we are stuck inside AUAF and shooting flollowed by Explo this maybe my last tweets
— Massoud Hossaini (@Massoud151) August 24, 2016
কয়েকদিন আগেই এই বিশ্ববিদ্যালয় চত্বর থেকে এক মার্কিন ও এক অস্ট্রেলিয়ান অধ্যাপককে অপহরণ করে ৫ জন বন্দুকবাজের একটি দল৷ অপহরণকারীদের পরনে ছিল আফগান সেনার পোশাক৷ আফগান স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র সেদিক সিদ্দিকি জানিয়েছেন, গত ৮ আগস্ট একটি এসইউভি-তে চাপিয়ে ওই অধ্যাপকদের অপহরণ করা হয়েছিল৷
#AUAF under attack. I along with my friends escaped and several other of of my friends and professors trapped inside.
— Ahmad Mukhtar (@AhMukhtar) August 24, 2016
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.