Advertisement
Advertisement

Breaking News

পথ দুর্ঘটনায় মৃত ২, স্থগিত অমরনাথ যাত্রা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ অমরনাথ যাত্রী৷ তীর্থযাত্রী বোঝাই একটি বাস সামনে থেকে আসা লরিকে ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই বাসচালক-সহ মৃত্যু হয় দু’জনের৷ গুরুতর আহত আরও ২৩ জন যাত্রী৷ এই ঘটনার জেরে অমরনাথ যাত্রা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে৷আরও পড়ুন:ময়নাগুড়িতে পুলিশের গাড়ি ভাঙচুর, বিক্ষোভকারীদের হটাতে লাঠি, কাঁদানে গ্যাসশীতলকুচি কলেজে আগ্নেয়াস্ত্র নিয়ে ‘দাদাগিরি’! […]

Amarnath yatra: Death toll reaches 10
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2016 11:19 am
  • Updated:December 1, 2020 3:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ অমরনাথ যাত্রী৷ তীর্থযাত্রী বোঝাই একটি বাস সামনে থেকে আসা লরিকে ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই বাসচালক-সহ মৃত্যু হয় দু’জনের৷ গুরুতর আহত আরও ২৩ জন যাত্রী৷ এই ঘটনার জেরে অমরনাথ যাত্রা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে৷

বুধবার দুর্ঘটনাটি ঘটে শ্রীনগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে বীজবেহারার কাছে সংগমে৷ গান্ডেরবাল জেলার বেস ক্যাম্প থেকে জম্মুর দিকে যাচ্ছিল বাসটি৷ শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের উপর একটি লরিকে ধাক্কা মারে বাসটি৷ জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন মীরাটের বাসিন্দা৷ নাম প্রমোদ কুমার৷ বাস চালক বিলাল আহমেদের বাড়ি জম্মুর কঙ্গনে৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বীজবেহারা এলাকায়৷ কারফিউ জারি থাকা সত্ত্বেও কোনও বাধা না মেনে ঘটনাস্থলে ছুটে যান এলাকাবাসীরা৷ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷

Advertisement

এদিকে এদিন কাশ্মীরে ডিউটিতে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক সিআরপিএফ জওয়ানের৷ অমরনাথ যাত্রায় এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০৷ হিজবুল মুজাহিদিনের জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে উত্তাল কাশ্মীরে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৩৪ জন৷ তার উপর অমরনাথ যাত্রীদের দুর্ঘটনা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তীর্থ যাত্রা স্থগিত রাখা হয়েছে বলে খবর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement