সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২ অমরনাথ যাত্রী৷ তীর্থযাত্রী বোঝাই একটি বাস সামনে থেকে আসা লরিকে ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই বাসচালক-সহ মৃত্যু হয় দু’জনের৷ গুরুতর আহত আরও ২৩ জন যাত্রী৷ এই ঘটনার জেরে অমরনাথ যাত্রা আপাতত স্থগিত করে দেওয়া হয়েছে৷
বুধবার দুর্ঘটনাটি ঘটে শ্রীনগর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে বীজবেহারার কাছে সংগমে৷ গান্ডেরবাল জেলার বেস ক্যাম্প থেকে জম্মুর দিকে যাচ্ছিল বাসটি৷ শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের উপর একটি লরিকে ধাক্কা মারে বাসটি৷ জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন মীরাটের বাসিন্দা৷ নাম প্রমোদ কুমার৷ বাস চালক বিলাল আহমেদের বাড়ি জম্মুর কঙ্গনে৷ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় বীজবেহারা এলাকায়৷ কারফিউ জারি থাকা সত্ত্বেও কোনও বাধা না মেনে ঘটনাস্থলে ছুটে যান এলাকাবাসীরা৷ আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷
এদিকে এদিন কাশ্মীরে ডিউটিতে থাকাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় এক সিআরপিএফ জওয়ানের৷ অমরনাথ যাত্রায় এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১০৷ হিজবুল মুজাহিদিনের জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যু ঘিরে উত্তাল কাশ্মীরে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন ৩৪ জন৷ তার উপর অমরনাথ যাত্রীদের দুর্ঘটনা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তীর্থ যাত্রা স্থগিত রাখা হয়েছে বলে খবর৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.