Advertisement
Advertisement

Breaking News

অধীর-সহ তিন কংগ্রেস সাংসদই হারবেন মুর্শিদাবাদে: শুভেন্দু

এদিন আগামী পঞ্চায়েত নির্বাচনেরও প্রস্তুতি শুরু করে দেওয়ার জন্য কর্মীদের নির্দেশ দেন৷

All three MP will be defeated in Murshidabad: Suvendu
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 18, 2016 5:51 pm
  • Updated:October 18, 2016 5:51 pm  

নিজস্ব সংবাদদাতা: লোকসভাতেও এবার বহরমপুরের সাংসদ অধীর চৌধুরি-সহ মুর্শিদাবাদের তিনটি আসনে কংগ্রেসকে হারানোর ডাক দিলেন শুভেন্দু অধিকারী৷ মঙ্গলবার বহরমপুর স্টেডিয়ামে তৃণমূলের জেলাস্তরের এক কর্মিসভায় রাজ্যের পরিবহণমন্ত্রী জানান, মুর্শিদাবাদের মানুষ আর কংগ্রেস ও সিপিএমের সঙ্গে নেই৷ তাই আগামী লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদের তিনটি লোকসভা আসনেই জিতবে তৃণমূল৷

পাশাপাশি তিনি এদিন আগামী পঞ্চায়েত নির্বাচনেরও প্রস্তুতি শুরু করে দেওয়ার জন্য কর্মীদের নির্দেশ দেন৷ এদিন সকালে কর্মিসভায় যোগ দিতে বহরমপুরে হাজির হন শুভেন্দু অধিকারী, সুব্রত বক্সি, মুকুল রায়রা৷ ১৫ হাজার বুথকর্মী হাজির হন বহরমপুর স্টেডিয়ামে৷ মঙ্গলবার সকালেই বহু তৃণমূল কর্মী হাজির হয়েছেন বহরমপুর স্টেডিয়ামে৷ প্রত্যেকেই দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে সাংগঠনিক বার্তা নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত৷ এদিন কর্মিসভায় দলের নেতাদের বক্তব্যে তাই সংগঠনের শক্তি আরও বাড়ানোর কথা, মানুষের পাশে দাঁড়ানোর কথা বারবার ঘুরে ফিরে এসেছে৷

Advertisement

প্রসঙ্গত, এতদিন নবাবের জেলায় লাস্ট বয় ছিল তৃণমূল৷ কিন্তু এখন সেখানেই বেরিয়ে পড়েছে কংগ্রেসের কঙ্কালসার অবস্থা৷ জেলা পরিষদ, সাত পুরসভার সবক’টি এখন শাসক দলের হাতে৷ ২৫৪টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১৮৪টি, ২৬টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৬টি তৃণমূলের দখলে৷ এই অবস্থায় সংগঠন বিস্তারকেই পাখির চোখ করেছেন তৃণমূল নেত্রী৷ গত মাসে বহরমপুর স্টেডিয়ামে প্রশাসনিক সভায় এসে ১৮ অক্টোবর বুথভিত্তিক কর্মিসভা করার নির্দেশ দেন৷ সেইমতো মঙ্গলবার বহরমপুর স্টেডিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে৷ এদিন সভায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ মুকুল রায় কর্মীদের উদ্দেশে জানান, আরও বেশি করে কাজ করতে হবে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মসূচি একেবারে তৃণমূলস্তর পর্যন্ত ছড়িয়ে দিতে হবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement