Advertisement
Advertisement

Breaking News

অশান্তি সৃষ্টির দায়ে বিধানসভা থেকে সাসপেন্ড ডিএমকের বিধায়ক

৮০ জন ডিএমকে বিধায়ককে আগামী ৭ দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়৷

All 89 DMK MLAs evicted, suspended from Tamil Nadu Assembly for a week
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 17, 2016 8:08 pm
  • Updated:August 17, 2016 8:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভায় হই হট্টগোল এবং অশান্তি সৃষ্টির অভিযোগে ডিএমকে বিধায়কদের সাসপেন্ড করা হল তামিলনাড়ু বিধানসভা থেকে৷ বুধবার বিধানসভা ভবনে অশালীন আচরণের জন্য রীতিমতো মার্শালদের দিয়ে বের করে দেওয়া হয় ডিএমকের ৮০ জন বিধায়ককে৷

এআইএডিএমকে লেজিসলেটর এম কে স্তালিনের ‘নাম্মাকু নামে’ পথসভা নিয়ে বুধবার সংসদে প্রথম থেকেই নানাধরনের অশালীন মন্তব্য করছিলেন ডিএমকে বিধায়করা৷ শুধু তাই নয়, সরকারপক্ষের সকল আলোচনা বাতিল করে দেওয়ার পরিকল্পনাও ছিল বলেও তাঁদের বিরুদ্ধে অভিযোগ৷ স্পিকারের তরফে তাঁদের বহুবার শান্তি থাকার আর্জি জানানো হলেও, তাঁরা সেই কথা অমান্য করে বিক্ষোভ জারি রাখেন৷

Advertisement

এরপরেই, সংসদে ক্রমাগত অশান্তি সৃষ্টি করার জন্য তামিলনাড়ুর অর্থমন্ত্রী পান্নিরসেলভম শাসকদলের বিধায়কদের পক্ষ থেকে স্পিকারের কাছে ডিএমকে বিধায়কদের সাসপেন্ড করার আর্জি জানান৷ তারই ফলস্বরূপ ৮০ জন ডিএমকে বিধায়ককে আগামী ৭ দিনের জন্য সাসপেন্ড করে দেওয়া হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement