Advertisement
Advertisement

Breaking News

চলতি বছরে তৃতীয়বার ১০০ কোটির ক্লাবে অক্ষয়

মাত্র ৯ দিনে ১০০ কোটির ল্যান্ডমার্ক পেরিয়ে গেল অক্ষয়ের ‘রুস্তম’৷

Akshay’s Third Consecutive Film Has Entered The 100crore Club!
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 22, 2016 6:22 pm
  • Updated:October 27, 2020 8:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খান পদবির কদর বি-টাউনের শো বিজনেসে যতই থাক৷ বক্স অফিসের আসল খিলাড়ি একজনই৷ অক্ষয় ‘রুস্তম’ কুমার৷ সমালোচকেরা যাই বলুন না কেন, চলতি বছরে আক্কির তিনটি ছবিই ঢুকে গেল একশো কোটির ক্লাবে৷

সবার প্রথমে এই ক্লাবে নাম লিখিয়েছিল অক্ষয়ের ‘এয়ারলিফ্ট’৷ ১০০ কোটি আয় করতে এই ছবির লেগেছিল ১০ দিন৷ ‘হাউসফুল থ্রি’ সমালোচনার ভাগীদার হলেও ১৩ দিনে পেরিয়েছিল এই গণ্ডি৷ সবচেয়ে তাড়াতাড়ি একশো কোটি ক্লাবের সদস্য হয়েছে ‘রুস্তম’ই৷ মাত্র নয় দিনে এই লাইনকে ছুঁয়ে ফেলল অক্ষয়ের এই সাম্প্রতিকতম অবতার৷

Advertisement

বলিউডের এই অ্যাকশন থ্রিলারের বাজেট ছিল ৫০ কোটি৷ আর এখনও পর্যন্ত বক্স অফিস কালেকশন ১৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে৷ একই দিনে মুক্তি পেয়েছিল হৃতিকের ‘মহেঞ্জো দারো’ও৷ একশো কোটির লক্ষ্যমাত্রা ছুঁয়েছে সেই ছবিও৷ তবে পরিসংখ্যানের নিরিখে ‘রুস্তম’-এর চাইতে অনেকটাই পিছিয়ে৷ নয় দিনে এই ছবির আয় মাত্র ১০৩ কোটি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement