Advertisement
Advertisement

দেরিতে বিমান ছাড়লে যাত্রীদের পকেটে ১০,০০০টাকা!

অকারণে উড়ান বাতিল হলেও একই খেসারত দিতে হবে বিমানসংস্থাগুলিকে৷

Airlines Will Soon Pay Upto Rs 10,000 To Flyers If A Flight Is Delayed Over 2 Hours
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 18, 2016 2:09 pm
  • Updated:July 18, 2016 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অকারণে উড়ান বাতিল৷ ঘণ্টার পর ঘণ্টা এয়ারপোর্টে বসে থাকার পরও ফ্লাইটের পাত্তা নেই৷ বিমান যাত্রীদের এই সমস্যার সম্মুখীন হামেশাই হতে হয়৷ এতদিন অভিযোগ জানিয়েও খুব একটা লাভ হত না৷ তবে এবারে আভ্যন্তরীণ উড়ান বাতিল কিংবা দুই ঘণ্টার বেশি দেরিতে বিমান উড়লে, বেশ ভালই খেসারত দিতে হবে বিমান সংস্থাগুলিকে৷

আগস্ট মাস থেকে নতুন নিয়ম চালু করতে চলেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক৷ যাতে অকারণে উড়ান বাতিল বা দুই ঘণ্টার বেশি দেরিতে চললে যাত্রীদের ১০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে বিমানসংস্থাকে৷ বর্তমানে ক্ষতিপূরণ হিসেবে মাত্র ৪ হাজার টাকাই পান যাত্রীরা৷ তবে নতুন নিয়ম চালু হলে তা হয়ে যাবে দ্বিগুণেরও বেশি৷

Advertisement

নতুন এই নিয়মে খুশি হলেও এতে কিছু ফাঁকফোকরও রয়েছে বলে মনে করেন এয়ার প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’র (APAI) প্রেসিডেন্ট ডি সুধাকর রেড্ডি৷ প্রথমত টাকাটা কীভাবে দেওয়া হবে সেই প্রসঙ্গে বিস্তারিত কিছু জানায়নি ডিজিসিএ৷ দ্বিতীয়ত, কীভাবে উড়ান বাতিলের এই সময়সীমা নির্ধারিত হবে তা নিয়েও রয়েছে ধোঁয়াশা৷ অবশ্য ক্ষতিপূরণের এই বাড়তি পরিমান কার্যকর হলেই বোঝা যাবে এর উপকারিতা বা অপকারিতা- এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement