সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাশুড়ি মানসিক-শারীরিক অত্যাচার করে৷ বিদেশিনী বলে খোঁটা দেয়৷ এই অভিযোগে শ্বশুড়বাড়ির সামনেই সন্তান কোলে অনশনে বসলেন রাশিয়ান বউমা৷
২০১১ সালে রাশিয়ার নাগরিক ওলগা এফিমেনকোভার সঙ্গে বিয়ে হয় আগ্রার বিক্রান্ত সিং চান্দেলের৷ ওলগার অভিযোগ, প্রথম থেকেই শাশুড়ি নির্মলা চান্দেল তাঁকে মানসিক ও শারীরিক নির্যাতন করতেন৷ পণ না আনার জন্য দিনরাত কথা শোনাতেন৷ বিদেশিনী বলে খোঁটাও দিতেন৷ ১১ লক্ষ টাকা দাবি করেছিল নির্মলা, তা না দিতে পারায় তাঁকে স্বামী ও মেয়ে সমেত বাড়ির বাইরে বের করে দেওয়া হয় বলে অভিযোগ ওলগার৷
স্ত্রীর মতোই মায়ের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ এনেছেন বিক্রান্তও৷ তাঁর কথায়, গত ২০ দিন ধরে বাইরে দিন কাটাচ্ছেন তিন জনে৷ টাকা পয়সাও শেষ হয়ে এসেছে তাঁদের৷ মায়ের বিরুদ্ধে বেআইনি স্কুল চালানোর অভিযোগও এনেছেন তিনি৷ স্থানীয় পুলিশের কাছে গেলেও অভিযোগ নিতে অস্বীকার করে তারা৷
ছেলে-বউমার আনা অভিযোগ অস্বীকার করেছেন নির্মলা চান্দেল৷ নির্মলার অভিযোগ, তাঁর খেয়াল তো রাখেই না উল্টে জুয়া খেলে সমস্ত টাকা উড়িয়ে দেয় বিক্রান্ত-ওলগা৷ এদিকে গত ২৪ ঘণ্টা ধরে অনশন চালিয়ে যাচ্ছেন ওলগা৷ বিচার না পেলে এভাবেই অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.