Advertisement
Advertisement

Breaking News

ব্যস্ত সময়ে ফের মেট্রোয় মরণঝাঁপ, দুর্ভোগ

কিছুক্ষণের মধ্যেই বেলগাছিয়ায় আত্মঘাতী যুবক৷ দুই ঘটনায় যোগসূত্রের খোঁজে পুলিশ৷

Again suicide in kolkata metro
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2016 2:55 pm
  • Updated:July 20, 2016 2:55 pm  

স্টাফ রিপোর্টার: ফের মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা৷ এবার ঘটনাস্থল শোভাবাজার মেট্রো স্টেশন৷ বুধবার সকালে অফিসটাইমের ব্যস্ত সময়ে কবি সুভাষগামী একটি এসি রেকের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক যুবতী৷ চালক আপৎকালীন ব্রেক কষে কোনওক্রমে রেক থামান৷ মেট্রো কর্তৃপক্ষের তরফে তৃতীয় লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷ বন্ধ করে দেওয়া হয় পরিষেবা৷ ঘটনাস্থলে যায় মেট্রোর উদ্ধারকারী দল৷ মহিলাকে লাইন থেকে তুলতে প্রায় এক ঘণ্টা লেগে যায়৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ ঘটনার জেরে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা৷

দমদম থেকে গিরিশ পার্ক পর্যন্ত অংশের বিভিন্ন স্টেশনে ট্রেন ধরতে এসে ফিরে যেতে হয় স্কুল-কলেজ-অফিসযাত্রীদের৷ অনেকে আবার মাঝপথেই রেকের মধ্যে আটকে পড়েন৷ বিভিন্ন স্টেশনে কার্যত হুলস্থূল পরিস্থিতি হয়৷ মেট্রোর তরফে বারবার ঘোষণা করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়৷ এদিকে বারবার এই মেট্রোয় ঝাঁপ দেওয়ার ঘটনায় চিন্তায় কর্তৃপক্ষও৷

Advertisement

এদিকে এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই বেলগাছিয়ায় একটি বহুতল থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক যুবক৷ তাঁর নাম জয় মুখোপাধ্যায়(৩৫)৷ গুরুতর জখম অবস্থায় তাঁকেও আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তিনি পেশায় সিইএসসি কর্মী৷ মেট্রোয় ওই যুবতীর ঝাঁপ দেওয়ার সঙ্গে এই যুবকের ঝাঁপের কোনও সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement