সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুলশান হামলার রেশ না কাটতেই ফের বিস্ফোরণে কেঁপে উঠল বাংলাদেশ। ঈদের দিন সকালে রাজধানী ঢাকা থেকে ১৫০ কিলোমিটার দূরে কিশোরগঞ্জে নমাজ চলাকালীন তীব্র বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
গত শুক্রবারই বাংলাদেশের গুলশানে জঙ্গি হামলার ঘটনা ঘটে। রক্তাক্ত ঢাকা শোক কাটিয়ে কোনওরকমে ঈদের জন্য প্রস্তুতি নিয়েছিল। কিন্তু এদিনের ঘটনায় গোটা দেশজুড়ে ফের আতঙ্ক ছড়াল। শুক্রবারের ঘটনার পর ফের হামলার হুমকি দিয়ে একটি ভিডিও প্রকাশ করেছিল আইএস। সেই হুমকিই বাস্তবে পরিণত হল বৃহস্পতিবার। এমনটাই মনে করছে বাংলাদেশ পুলিশ।
সকাল ৯.৩০ টা নাগাদ কিশোরগঞ্জের শোলাকিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় ঈদ জামাতের মাঠের কাছে এই বিস্ফোরণ হয়। সেই সময় মাঠে নমাজ পড়তে উপস্থিত ছিলেন প্রায় তিন-চার লক্ষ মানুষ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এক কনস্টেবল-সহ মোট তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন প্রায় ১৫ জন। পুরো এলাকা ঘিরে ফেলেছে বাংলাদেশ পুলিশ। জঙ্গিদের খোঁজে চলছে চিরুণি তল্লাশি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.