সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ (Mrs Chatterjee Vs Norway) ছবি নিয়ে অসন্তুষ্ট নরওয়ের রাষ্ট্রদূত হ্যান্স জেকব ফ্রাইডেনলুন্ড। সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন তিনি। রাষ্ট্রদূতের টুইট শেয়ার করে আবার তাঁকে পালটা জবাব দেন বাস্তবের ‘মিসেস চ্যাটার্জী’ সাগরিকা চক্রবর্তী। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন প্রযোজক নিখিল আডবাণী।
দু’দিনে ৩.৫৩ কোটি টাকা আয় করেছে ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’। ছবি সংক্রান্ত একটি প্রতিবেদন শেয়ার করে হ্যান্স লিখেছিলেন, “এই ছবিতে পারিবারিক জীবন নিয়ে নরওয়ের প্রচলিত ধ্যান-ধারণাকে ভুলভাবে দেখানো হয়েছে। শিশুকল্যাণ সংস্থা একটি অত্যন্ত দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠান। তা টাকা বা লাভের প্রলোভনে পা দেয় না।”
এই টুইটের স্ক্রিনশট শেয়ার করে রাষ্ট্রদূতের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন সাগরিকা। ভিডিও বার্তায় জানান, এত বছর পরও নরওয়ে সরকার তাঁর কাছে ক্ষমা চায়নি। তাঁর জীবন নষ্ট করে দিয়েছে, সম্মানহানিও করা হয়েছে। এখনও সেই ঘটনার আতঙ্ক তাঁর সন্তানদের মনে রয়ে গিয়েছে বলেই জানান সাগরিকা। ভিডিওর শেষে তিনি বলেন, বিপদের সেই সময় শুধুমাত্র ভারত সরকার তাঁর পাশে ছিল। ‘জয় হিন্দ’ বলে নিজের বক্তব্য শেষ করেন সাগরিকা।
সাগরিকার এই ভিডিওর পাশাপাশি নরওয়ের দূতাবাসের আধিকারিকদের একটি ছবি শেয়ার করে ছবির প্রযোজক নিখিল আডবাণী লেখেন, “অতিথি দেব ভব! এই ভারতবর্ষের সংস্কৃতি। প্রত্যেক ভারতীয় গুরুজনদের কাছ থেকে শিক্ষাটি পেয়েছে। গতরাতে নরওয়ের রাষ্ট্রদূতের জন্য স্পেশ্যাল শোয়ের আয়োজন করেছিলাম, ওনাকে দেখালাম মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে। সিনেমার পর আমি শুধু চুপ করে দেখছিলাম কীভাবে দুই দৃঢ়চেতা মহিলা ওনাকে গুরুত্বপূর্ণ কাহিনি শোনাচ্ছিলেন। আমি চুপ ছিলাম কারণ সাগরিকার মতো এই মহিলাদেরও আমার সাহায্যের কোনও প্রয়োজন ছিল না আর অতিথিদের অপমান করা আমাদের সংস্কৃতিকে নেই। আরও পরিষ্কার করে যদি বলতেই হয় তাহলে ভিডিও অ্যাটাচ করা আছে।”
#DeshKaMatter https://t.co/wq4LmOP2Zc pic.twitter.com/sXIOAK09el
— Nikkhil Advani (@nikkhiladvani) March 17, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.