Advertisement
Advertisement

উত্তরপ্রদেশে চলন্ত গাড়িতে শিক্ষিকাকে গণধর্ষণ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা ও মেয়েকে গাড়ি থেকে নামিয়ে গণধর্ষণের ঘটনার পরপরই ফের গণধর্ষণ উত্তরপ্রদেশের হাইওয়েতে৷ এবার অকুস্থল বেরিলি৷ এবার গণধর্ষণের শিকার এক শিক্ষিকা৷আরও পড়ুন:ময়নাগুড়িতে পুলিশের গাড়ি ভাঙচুর, বিক্ষোভকারীদের হটাতে লাঠি, কাঁদানে গ্যাসশীতলকুচি কলেজে আগ্নেয়াস্ত্র নিয়ে ‘দাদাগিরি’! পলাতক টিএমসিপির প্রাক্তন ছাত্রনেতা Advertisement পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ওই শিক্ষিকা তাঁর স্কুলে যাচ্ছিলেন৷পথ আটকায় একটি গাড়ি৷ কয়েকজন […]

After Bulandshahr horror,Teacher Allegedly Gang-Raped At Gunpoint In  UP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 3, 2016 11:51 am
  • Updated:August 3, 2016 12:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা ও মেয়েকে গাড়ি থেকে নামিয়ে গণধর্ষণের ঘটনার পরপরই ফের গণধর্ষণ উত্তরপ্রদেশের হাইওয়েতে৷ এবার অকুস্থল বেরিলি৷ এবার গণধর্ষণের শিকার এক শিক্ষিকা৷

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ওই শিক্ষিকা তাঁর স্কুলে যাচ্ছিলেন৷পথ আটকায় একটি গাড়ি৷ কয়েকজন দুষ্কৃতী তাঁকে জোর করে গাড়িতে তোলে৷ শিক্ষিকার বয়ান অনুযায়ী, চলন্ত গাড়িতেই তাঁকে ধর্ষণ করে তিনজন৷ তারপর দিল্লি-লখনউ হাইওয়ের পাশে একটি ফাঁকা জায়গায় ফেলে চলে যায়৷ bareilly-gangrape_650x400_71470192612শিক্ষিকার অভিযোগ, ধর্ষণের সময় মোবাইলে তা ভিডিও করে রাখে এক দুষ্কৃতী৷ পরে সেই ভিডিও প্রকাশ্যে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকিও দেওয়া হয় তাঁকে৷

Advertisement

ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই মহিলাকে সঙ্গে নিয়ে অকুস্থল থেকে বেশ কিছু প্রমাণ সংগ্রহ করেছে৷ তবে ওই এলাকার আইন-শৃঙ্ঘলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ অফিসার রাজেশ সিংকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে৷

মাত্র দু’দিন আগেই বুলন্দশহরে মা ও মেয়েকে গাড়ি থেকে নামিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে৷ অকুস্থল থেকে মাত্র ১০০ মিটার দূরেই ছিল একটি পুলিশ ফাঁড়ি৷ পুলিশের নাকের ডগায় এ ঘটনা কী করে ঘটল তা নিয়ে প্রশ্ন উঠেছিল৷ এখনও সে ঘটনায় মূল অভিযুক্তকে খুঁজছে পুলিশ৷ তার মধ্যেই ঘটে গেল আরও এক গণধর্ষণের ঘটনা৷ নির্বাচনের মুখে পরপর এই ধরনের ঘটনায় শাসকদল সমাজবাদী পার্টির আইন-শৃঙ্খলা রক্ষার দক্ষতাই এখন প্রশ্নের মুখে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement