Advertisement
Advertisement

১৩ দিন পর কারফিউ উঠল ভূস্বর্গে

খুলেছে স্কুল, তবে পড়ুয়ারা অনুপস্থিত৷

After 13 Days Curfew Called Off In Four Districts Of Kashmir
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2016 4:49 pm
  • Updated:July 21, 2016 4:49 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৩ দিন পর কারফিউ উঠল ভূস্বর্গে৷ তবে আপাতত কেবল চার জেলাতেই কারফিউ তোলার সিদ্ধান্ত নিয়েছে কাশ্মীর সরকার৷ বাকি ছয় জেলায় এখনও সেনার নিয়ন্ত্রণই থাকবে বলে জানা গিয়েছে৷

বন্দিপোরা, বারামুল্লা, বাদগাঁও ও গন্দেরবাল এই চার জেলায় কারফিউ তোলা হলেও বজায় থাকবে ১৪৪ ধারা৷ অর্থাৎ কোনওরকম জন সমাবেশ করতে পারবেন না স্থানীয় বাসিন্দারা৷ বুধবারই কাশ্মীর সরকার চার জেলায় কারফিউ তোলার সিদ্ধান্ত নেয় এবং জেলার স্কুলগুলি বৃহস্পতিবার খোলার কথা ঘোষণা করে৷ এর আগে ১৮ জুলাই স্কুলগুলি খোলার কথা ছিল৷ কিন্তু উপত্যকায় বাড়তে থাকা অশান্তির জেরে ছুটির তারিখ বাড়িয়ে দেওয়া হয়৷ জুলাই মাসের ২৫ তারিখ স্কুল খোলার নতুন দিন হিসেবে কার্যকর হয়৷

Advertisement

জুলাইয়ের প্রথম থেকেই মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে কাশ্মীর৷ ঘটনার জেরে এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ আহত প্রায় সাড়ে তিন হাজার৷ চার জেলায় কারফিউ উঠে গেলেও এখনও থমথমে উপত্যকার পরিস্থিতি৷ স্থানীয় সূত্রের খবর, স্কুলগুলি খুলে গেলেও কোথাও কোনও পড়ুয়ার দেখা মেলেনি৷ দু’একজন শিক্ষাকর্মী এসেছিলেন বটে, তাঁরা খালি স্কুল দেখে ফিরে গিয়েছেন৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement