Advertisement
Advertisement

‘বেগম জান’-এর শুটিংয়ে বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বিদ্যা

ঘোড়ার পিঠ থেকে পড়তে পড়তে অল্পের জন্য বাঁচলেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী৷

Accident during Begum Jaan Shooting in Delhi, Vidya Safe
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2016 12:49 pm
  • Updated:August 10, 2016 12:59 pm  

শম্পালি মৌলিক: বরাবরই তিনি সাহসী৷ তবে স্রেফ অভিনয়ে নয়, কাজেও৷ সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ‘বেগম জান’ ছবির শুটিংয়ে সেই সাহসেরই প্রমাণ রাখলেন বিদ্যা বালান৷ দিল্লিতে ছবির শুটিং চলাকালীন ঘোড়ার পিঠ থেকে পড়তে পড়তে অল্পের জন্য বাঁচলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী৷ একটুর জন্য রক্ষা পেলেন বড়সড় দুর্ঘটনার হাত থেকে৷ তবে তা সত্ত্বেও শট দিতে কিন্তু ভুল করলেন না৷ বরং এমন শট দিলেন যে প্রথম টেকেই পরিচালক বলতে বাধ্য হলেন ‘ব্রিলিয়ান্ট’ ৷

সৃজিত মুখোপাধ্যায়ের বাংলা ছবি ‘রাজকাহিনী’ অবলম্বনে তৈরি হচ্ছে হিন্দি ছবি ‘বেগম জান’৷ এ ছবিতে নামভূমিকায় অভিনয় করছেন বিদ্যা৷ দেশভাগের প্রেক্ষাপটে তৈরি ছবিতে উঠে আসবে ১১ জন নারীর লড়াইয়ের কাহিনী৷ যার নেতৃত্বে আছে বিদ্যার চরিত্রটি৷ অনেকটা ঝাঁসির রানির লক্ষ্মীবাঈয়ের আদলে ছবিতে গড়ে তোলা হয়েছে তাঁর চরিত্র৷ শুধু এ চরিত্রের প্রয়োজনেই আলাদা করে ঘোড়ায় চড়ার প্রশিক্ষণও নিয়েছিলেন বিদ্যা৷

Advertisement

ছবির একেবারে শেষ পর্যায়ের শুটিং চলছে দিল্লিতে৷ আর দিন তিনেকের মতো কাজ বাকি আছে বলে জানা যাচ্ছে৷ ঘোড়ায় চড়ার একটা বিশেষ দৃশ্যের শুটিংয়ের জন্য বিদ্যাকে বডি ডাবলের সাহায্য নিতে অনুরোধ করেন পরিচালক৷ কিন্তু তা না নিয়ে নিজেই শট দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি৷ শুটিংয়ের সময় আচমকাই ঘটে দুর্ঘটনা৷ ঘোড়ার পিঠ থেকে পিছলে পড়ে যেতে যেতে কোনওক্রমে সামলে নেন তিনি৷ একটু এদিক ওদিক হলেই ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা৷ এরপরও অবশ্য শট দেওয়া থেকে বিরত থাকেননি৷ দুর্ঘটনার আকস্মিকতা সামলে এমন শট দেন বিদ্যা যে চমকে যান পরিচালক স্বয়ং৷ পরিচালকের কথায়, দুর্ঘটনা সত্ত্বেও ব্রিলিয়ান্ট শট দিয়েছেন বিদ্যা৷

তাঁর অভিনয় শৈলীতে দেশবাসী মুগ্ধ৷ তবে তুখোড় অভিনয়ের পাশাপাশি সফল অভিনেতা হতে কাজের প্রতি ডেডিকেশনের মাত্রা যে ঠিক কীরকম থাকা উচিত, এই ঘটনায় যেন তা ফের দেখিয়ে দিলেন বিদ্যা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement