সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের ভিতরে ভিডিও করে তা ফেসবুকে পোস্ট করে বিতর্কে জড়ালেন পাঞ্জাবের আম আদমি পার্টির সাংসদ ভগবন্ত মান৷ ভগবন্তের এই কাজ দায়িত্বজ্ঞানহীন বলে শুক্রবার বাদল অধিবেশন চলাকালীন লোকসভায় বিক্ষোভ দেখায় বিজেপি৷ আপ সংসদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলা হয়৷
১২ মিনিটের একটি ভিডিও রেকর্ডিংয়ে মান সংসদের বিভিন্ন গেটের ক্রসিং, নিরাপত্তারক্ষীদের ব্যারিকেড ও সংসদের ভিতরের দৃশ্য ক্যামেরাবন্দি করেন৷ তাঁর কেন্দ্রের মানুষকে সংসদের ভিতরের কাজ দেখানোর উদ্দেশ্যে ভিডিওটি করেছিলেন বলে দাবি তাঁর৷ রেকর্ড করার আগে তিনি এও বলেন, “আজ আমি আপনাদের এমন কিছু দেখাব যা আগে কখনও দেখেননি৷” এমনকী সংসদের ভিতরে এক নিরাপত্তারক্ষী তাঁকে ছবি তুলতে নিষেধ করলে ভগবন্ত জানান, তিনি ভিডিওটি খুব সাবধানে রাখবেন৷
বিজেপির অভিযোগ, দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা সংসদ৷ সেখানকার ছবি, ভিডিও ফাঁস হওয়ার ঘটনা দেশের সুরক্ষা নষ্ট হওয়ার শামিল৷ কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আববাস নকভি বলেন, “সংসদের নিরাপত্তা নিয়ে আপ সংসদ ষড়যন্ত্র করছেন৷ দেশের সুরক্ষা নিয়ে তিনি আপোশ করছেন৷” অন্যদিকে সংবাদমাধ্যমকে ভগবন্ত মান বলেন, “লোকসভার স্পিকার কিছু জানতে চাইলে তাঁর কাছে ক্ষমা চাইব৷ বলব যে, আমি এ ব্যাপারে জানতাম না৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.