Advertisement
Advertisement

Breaking News

স্বামীর দেহ নিয়ে বাইকে ১২ কিমি পথ পাড়ি খুনি স্ত্রীর

প্রথমে অস্বীকার করলেও জেরার মুখে ওই মহিলা পরে স্বীকার করেন, তিনিই স্বামীকে হত্যা করেছেন৷

A woman rode 12km in bike with her husband’s dead body
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 26, 2016 4:58 pm
  • Updated:September 26, 2016 6:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাঁধে নয়, এবার স্বামীর মৃতদেহ নিয়ে বাইকে চেপে ১২ কিমি পথ পাড়ি দিল হায়্দরাবাদের এক গৃহিণী৷ যদিও অভিযোগ, স্বামীকে খুন করে তাঁর দেহ নিয়ে যাচ্ছিল ওই মহিলা৷ কিন্তু খুন করে তারপর বাইক চালিয়ে মৃতদেহ নিয়ে যাওয়ার এমন ঘটনায় বিস্মিত হায়দরাবাদ পুলিশ৷

প্রভাল্লিকা মেন্ডেম নামের ওই বছর পঁচিশের মহিলার বিরুদ্ধে অভিযোগ, সো তার স্বামীর মাথায় এবং যৌনাঙ্গে আঘাত করে তাঁকে হত্যা করে৷ ঘটনার সময় সঙ্গে ছিল তার ১৬ বছরের ভাইপো৷ রাত ১১.৩০টা নাগাদ খুন করার পর প্রতিবেশীর থেকে বাইক ধার করে তারা দেহ নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে৷

Advertisement

রাস্তায় রাতে পাহারা দিচ্ছিলেন দুই কনস্টেবল নাগেশ্বর রাও ও মহেন্দর৷ বাইকে তিনজন আরোহী দেখে তাঁরা বাইকটিকে থামার নির্দেশ দেন। কিন্তু নির্দেশ অমান্য করেই চলে যেতে উদ্যত হয় বাইক-আরোহীরা৷ কিন্তু পুলিশ লক্ষ্য করে, মাঝের আরোহী পিছনের বাচ্চা ছেলেটির ঘাড়ে মাথা রেখেছে ও বাইকের নিচে তাঁর পা রাস্তায় ঠেকে রয়েছে৷

এমনটা সচরাচর হওয়া সম্ভব নয়। তাই সন্দেহের বশেই ২ কিমি ধাওয়া করে শেষে বাইকটির নাগাল পায় পুলিশ৷

তারপর জিজ্ঞাসাবাদ শুরু করলে প্রথমে ওই মহিলা জানান, তাঁর স্বামী পুল্লায়াহ মেন্ডেমকে রাস্তার পাশে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে৷ বাড়ি থেকে মদ খেতে বেরিয়েছিলেন ভদ্রলোক আর তারপরেই এমন পরিণতি! কিন্তু মহিলার উপর সন্দেহ কাটে না পুলিশের৷ তাই জিজ্ঞাসাবাদ চলতেই থাকে!

পুলিশ সূত্রের খবর, প্রথমে অস্বীকার করলেও জেরার মুখে ওই মহিলা পরে স্বীকার করে, সেই স্বামীকে হত্যা করেছে৷

পুলিশ আরও জানিয়েছে, তদন্তে উঠে এসেছে যে ১৬ বছরের ভাইপোর সঙ্গে অবৈধ সম্পর্কের জেরেই ওই মহিলাকে নালগোন্ডার একটি গ্রাম থেকে বের করে দেওয়া হয়৷ তারপর সম্প্রতি সে স্বামীর সঙ্গে হায়দরাবাদে এসেছিল৷ যদিও পুলিশের দাবি, আপাতত তদন্তের কাজ শেষ হয়নি, তাই সম্পূর্ণ ঘটনা এখনই বোঝা সম্ভব নয়। শুধু প্রশ্ন উঠছে, ভাইপোর সঙ্গে অবৈধ সম্পর্কই কি খুনের কারণ?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub