সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সময় আজাদ হিন্দ ফৌজের সেনা ছিলেন তিনি৷ দেশকে স্বাধীন করতে একসময় অস্ত্র তুলে নিয়েছিলেন৷ রীতিমতো লাইসেন্স প্রাপ্ত বন্দুক ছিল তাঁর কাছে৷ কিন্তু স্বাধীনতার লড়াই এখন কেবল সোনালী অতীত৷ জীবনের স্রোতে এগোতে থাকা ৯০ বছরের শ্রীপতিজির অতীত ভীষণ রকম সমৃদ্ধ হওয়া সত্ত্বেও তাঁর বর্তমান বিশেষ সুখকর নয়৷ তাঁর দেশের প্রতি ভালবাসা, স্বাধীনতার লড়াইয়ে যোগদানের পরেও, দেশ বোধহয় তাঁকে পরিবর্তে বিশেষ কিছুই দিতে পারল না৷ আর তাই আজ তাঁর হতদরিদ্র দশা৷ ভিক্ষা করে তিনি এবং তাঁর স্ত্রী অতি কষ্টে জীবন কাটাচ্ছেন৷
জানিয়েছেন, এক সময় এমন করুণ অবস্থা ছিল না তাঁর৷ ঝাঁসিতে সাত একর জমি ছিল৷ কিন্তু তাঁর ছেলের বিলাসিতা এবং নেশাগ্রস্ত জীবনযাপনের ফলে তিনি আজ সর্বহারা৷ ছেলে তুলাসিয়া এক এক করে বাবার সমস্ত সম্পত্তিই বিক্রি করে দিয়েছেন৷ পরিবারের অবস্থা ফেরাতে তাই পথে নেমেছিলেন শ্রীপতিজি৷ মজুরের কাজ করেও সংসার চালাতে চেষ্টা করেছেন৷ কিন্তু বয়স তো আর থেমে থাকে না৷ তাই বয়সের ভারে কাজ করার ক্ষমতা লোপ পেয়েছে তাঁর৷ তাই বেঁচে থাকার শেষ পথ হিসাবে তিনি বেছে নিয়েছেন ভিক্ষাবৃত্তিকেই৷
পথে পথে ঘুরে অর্থ সাহায্য চেয়ে দিন কাটান এই বৃদ্ধ৷ তবু দেশকে ভালবাসায় যেন কোনও খাদ নেই৷ দেশের জন্য এখনও লড়াই করতে পারেন তিনি৷ এমনটাই তিনি বলেছেন সংবাদমাধ্যমকে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.