সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্ষী বিহীন ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে স্কুলগাড়ির সংঘর্ষে মৃত্যু হল ৮ শিশুর৷ সোমবার সকালে ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের ভাদোহি এলাকায়৷ আহত আরও বেশ কয়েকজন৷ প্রত্যেককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য৷
পুলিশ সূত্রের খবর, স্থানীয় বেসরকারি স্কুলের ১৯ জন পড়ুয়াকে নিয়ে ক্রসিং পার হচ্ছিল স্কুলগাড়িটি৷ সেই সময়ই রেললাইন দিয়ে আসছিল এলাহাবাদ-বারাণসী প্যাসেঞ্জার৷ ক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি ধাক্কা মেরে পিষে দেয় ভ্যানটিকে৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ শিশুর৷ ক্রসিংয়ে রক্ষী না থাকার অভিযোগে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা৷ তদন্তে নেমেছে উত্তরপ্রদেশ পুলিশ৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.