Advertisement
Advertisement

সপ্তম পে কমিশনে সায়, বেতন ২৩.৫৫ শতাংশ বৃদ্ধি

সোমবারই এ বিষয়ে জারি হয়ে গিয়েছে নোটিস৷

7th Pay commission allowed, salary hikes 23.55%
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 27, 2016 10:09 am
  • Updated:July 27, 2016 10:12 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তম পে কমিশনে সায় দিয়ে মোট বেতন প্রায় ২৩.৫৫ শতাংশ বৃ‌দ্ধি করতে সম্মত হল কেন্দ্র৷ সোমবারই এ বিষয়ে জারি হয়ে গিয়েছে নোটিস৷ যদিও তাতে খুশি হননি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বড় অংশই৷ এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন ২.৫৭ গুণ বৃ‌দ্ধি পাবে৷ ১ আগস্ট থেকেই বর্ধিত হারে এই বেতন পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা৷ বর্তমান ও অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি এক কোটি কর্মচারীর বেতন বৃদ্ধির জন্য জারি হল নোটিস৷ এই বাবদ সরকারি খাতে বছরে অতিরিক্ত ১.০২ লক্ষ কোটি ব্যয় বরাদ্দও মঞ্জুর করা হয়েছে৷ সোমবারই এ বিষয়ে নোটিস জারি করা হয়ে গিয়েছে৷ পাশাপাশি সপ্তম পে কমিশনের সুপারিশ মতো বর্ধিত হারে বেতন চলতি বছরের জানুয়ারির ১ তারিখ থেকেই পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মী৷

সপ্তম পে কমিশনের প্রস্তাব কার্যকর হওয়ায় কোনও সরকারি কর্মীর নূন্যতম বেতন হবে আঠেরো হাজার টাকা৷ এবং সর্বোচ্চ বেতন হতে পারে আড়াই লক্ষ টাকা পর্যন্ত৷ অর্থাৎ একজন চতুর্থ শ্রেণির কর্মীর বেতনও কমপক্ষে আঠেরো হাজার টাকা হওয়ার সিান্তে সিলমোহর পড়ে গেল৷ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মোট বেতনের উপর ২৩.৫৫ শতাংশ হারে বেতন বৃদ্ধির হচ্ছে৷ এর মধ্যে মূল বেতন বা বেসিকের উপর বেতন বৃ‌দ্ধি হচ্ছে ১৪.২৭ শতাংশ৷ অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন বৃদ্ধি হচ্ছে ২৪ শতাংশ৷ সব মিলিয়ে সরকারি কর্মীদের প্রায় আড়াই গুণ বেতনবৃ‌দ্ধি হচ্ছে৷ নতুন এই সুপারিশ কার্যকর হওয়ায় একজন সরকারি কর্মীর ন্যূনতম বেতন সাত হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে ১৮ হাজার টাকা৷ ক্যাবিনেট সচিব পর্যায়ের কর্মীর বেতন ৯০ হাজার টাকা থেকে বেড়ে হচেছ আড়াই লক্ষ টাকা৷ ক্যাবিনেট সচিবদের জন্য এই সুপারিশ কার্যকর হওয়ায় একধাক্কায় বেতনবৃ‌দ্ধি হল আড়াই গুণেরও বেশি৷ প্রথম শ্রেণির অফিসারের ন্যূনতম বেতন হচ্ছে ৫৬১০০ টাকা৷ গত মাসেই এই প্রস্তাব জমা পড়ে৷ সোমবার সে বিষয়ে নোটিস দায়ের হল৷ তবে এবার থেকে আরও একটি বদল এল বেতন ক্ষেত্রে৷ প্রতি বছর ১ জানুয়ারি এবং ১ জুলাই বেতন বৃদ্ধির দিন ধার্য করা হয়েছে৷ কর্মক্ষেত্রে যোগদানের দিনের উপর ভিত্তি করে এই দু’টি দিনে বেতন বৃদ্ধি কার্যকর হবে৷ এতদিন এর জন্য ১ জুলাই দিনটি নির্দিষ্ট ছিল৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement