Advertisement
Advertisement

Breaking News

ডেঙ্গুতে আক্রান্ত ৫ হাজার, অজানা জ্বরেও বাড়ছে মৃত্যু

মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৯২৯৷ মৃত্যু সেই বাইশেই আটকে রয়েছে৷

 5k people are badly affected by dengue in West Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 24, 2016 12:39 pm
  • Updated:August 24, 2016 3:15 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: ৫ হাজার ছুঁইছুঁই হল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা৷ অজানা জ্বরে বেশ কয়েকটি মৃত্যুর ঘটনাও ঘটল৷ যদিও মৃত্যু বেড়ে যাওয়ার কথা অবশ্য স্বীকার করেনি স্বাস্থ্য দফতর৷ মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ডা. বিশ্বরঞ্জন শতপথী জানান, নতুন করে ৪০৬ জন ডেঙ্গু আক্রান্ত হলেন৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪৯২৯৷ মৃত্যু সেই বাইশেই আটকে রয়েছে৷

এদিন কলকাতা মেডিক্যাল কলেজে অজানা জ্বরে লীলাবতী সাউ (৬৫) নামে এক মহিলার মৃত্যু হয়৷ গত ১৮ আগস্ট জ্বর নিয়ে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয় লীলাবতীদেবীকে৷ পরে অবস্থার অবনতি হওয়ায় মেডিক্যালে স্থানান্তরিত করা হয় তাঁকে৷ পরিবারের দাবি, ডেঙ্গু হয়েছিল লীলাবতীদেবীর৷ যদিও হাসপাতালের পক্ষ থেকে রাত পর্যন্ত ডেঙ্গুর কথা স্বীকার করা হয়নি৷ এদিকে অজানা জ্বরের দাপট বাড়তেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বিক্ষোভ৷ বৈদ্যবাটি ৪ নম্বর ওয়ার্ডের পম্পানগরের বসিন্দারা এদিন ক্ষোভ প্রকাশ করে জানান, নিকাশি ব্যবস্থার গন্ডগোলে বছরের দশ মাসই এই এলাকায় জল জমে থাকে৷ অজানা জ্বরে মৃত্যু হয়েছে বারাকপুরের পানিহাটি পুর এলাকার এক যুবতীর৷ নাম সুনীতা দাস (৩২)৷ বাড়ি ১১ নম্বর ওয়ার্ডের কাঁসারি বাগান এলাকার নীলগঞ্জ রোডে৷ জানা গিয়েছে, পেশায় বিউটিশিয়ান সুনীতা ১৮ আগস্ট জ্বর নিয়ে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি হন৷ পরে বেলঘরিয়ার একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয় সুনীতাকে৷ মৃতার বাবা নারায়ণ দাসের দাবি, ডেঙ্গুতেই মৃত্যু হয়েছে তাঁর মেয়ের৷

Advertisement

এদিকে উত্তর হাওড়ার বিভিন্ন্ এলাকায় ডেঙ্গু-ম্যালেরিয়ার মশার লার্ভা পাওয়া নিয়ে চাঞ্চল্য ছড়ায়৷ জানা গিয়েছে, মেয়র পারিষদ (স্বাস্থ্য) ভাস্কর ভট্টাচার্যর নেতৃত্বে একটি দল উত্তর হাওড়ায় যায়৷ তাঁরা  জয়সওয়াল হাসপাতালের লাগোয়া নর্দমার জলে ডেঙ্গুর লার্ভা খুঁজে পান৷ পাশাপাশি বেলুড় থানা ও লিলুয়া রেল হাসপাতালের পাশেও মিলেছে ডেঙ্গুর মশা লার্ভা৷ জানা গিয়েছে, অনেক রেলকর্মী ডেঙ্গু আক্রান্ত হয়ে লিলু়য়া রেল হাসপাতালে ভর্তি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement