Advertisement
Advertisement

Breaking News

Allahabad High Court

স্কুলের সামনে মদের দোকান, তাণ্ডব চালায় মদ্যপরা, আদালতের দ্বারস্থ ৫ বছরের খুদে

এলাহাবাদ হাই কোর্টে মদের দোকান বন্ধ করার দাবি জানাল খুদে।

5 year old boy goes to Allahabad High Court seeking removal of liquor shop | Sangbad Pratidin

প্রতীকী ছবি।

Published by: Kishore Ghosh
  • Posted:February 25, 2024 12:11 pm
  • Updated:February 25, 2024 12:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “ভবিষ্যতের লক্ষ আশা মোদের মাঝে সন্তরে/ ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।” আজকের শিশু আগামীর সমাজ গঠনের কারিগর। তার জ্ঞান-বোধ বড়দের চেয়ে কিছু কম নয়। এই কবিকল্পনাকে সত্যে প্রতিষ্ঠা দিল কানপুরের (Kanpur) পাঁচ বছরের অথর্ব। স্কুলের সামনেই রমরমিয়ে চলছে মদের দোকান। মদ্যপ ব্যক্তিরা মদ খেয়ে গোলমাল করছেন। এর জেরে সমস্যায় পড়ছে স্কুলের পড়ুয়ারা। এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে এলাহাবাদ হাই কোর্টে (Allahabad High Court) মামলা করেছে পাঁচ বছরের খুদে। তারপর?

বেসরকারি স্কুলটি রয়েছে কানপুরের আজাদ নগর এলাকায়। আজাদ নগর শেঠ জয়পুরিয়া স্কুলের পাঁচ বছর বয়সি ছাত্র অথর্ব। স্কুলের প্রায় গা ঘেঁষে রয়েছে একটি মদের দোকান। স্বাভাবিক যে সেখানে কেনাবেচা চলে। মদ্য়পরা ভিড় করেন। কেউ কেউ মদ খেয়ে গোলমালও পাকান। কম বয়সি পড়ুয়ারা রোজই চোখের সামনে দেখে সেই দৃশ্য। অভিভাবকদের বক্তব্য, এই পরিবেশ ছোটদের মনের উপর বিরূপ প্রভাব ফেলছে। এই বিষয়গুলি জানিয়েই এলাহাবাদ হাই কোর্টে বাবার মাধ্যমে জনস্বার্থ মামলা করেছেন অথর্ব।

Advertisement

 

[আরও পড়ুন: হাতুড়ে ডাক্তার থেকে জমি ‘লুটেরা’ শাহজাহানের ভাই সিরাজ, ‘তৃণমূলের কেউ নন’, দাবি পার্থ-সুজিতের]

ওই আবেদনে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে কম বয়সি পড়ুয়াদের সামনেই মদ্য়পরা অশান্তি করেন। মারপিট, গালাগাল চলে। আবেদনপত্রে বলা হয় দোকানটিকে ‘সমাজবিরোধীদের আখড়া’। আদালতের কাছে আবেদন করা হয়েছে, ওই মদের দোকানটি তুলে দেওয়া হোক। যদিও দোকান কর্তৃপক্ষের তরফে জানানো হয়, দোকানটি পুরোনো। পরে বেসরকারি স্কুল হয়েছঝে ওখানে।

 

[আরও পড়ুন: ‘জমি নিয়ে থাকলে ফেরত দিন’, সন্দেশখালি গিয়ে অভিষেকের বার্তা শোনালেন সেচমন্ত্রী]

এলাকায় স্কুল তৈরি হওয়ার পর প্রশাসনের মদের দোকানের অনুমতি দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছে বিচারপতি মনোজ কুমার গুপ্ত এবং বিচারপতি ক্ষিতিজ শৈলেন্দ্রের ডিভিশন বেঞ্চ। এই বিষয়ে রাজ্যকে জবাবদিহি করতে বলেছেন বিচারপতিরা। ১৩ মার্চ মামলার পরবর্তী শুনানি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement