সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরে বড়সড় সাফল্য ভারতীয় সেনার৷ সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত চার জঙ্গি৷ এক জঙ্গিকে জীবন্ত ধরতে সক্ষম হয়েছেন জওয়ানেরা৷ মঙ্গলবার ঘটনাটি ঘটে উপত্যকার কুপওয়াড়া জেলার নওগাম এলাকায়৷
সেনার সন্দেহ, জঙ্গিরা প্রত্যেকেই পাকিস্তানের৷ এলওসি পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল৷ ধৃত জঙ্গির কাছে থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলে মনে করছে সেনা কর্তৃপক্ষ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু সেনাকে সাধুবাদ দিয়ে বলেছেন, “জঙ্গিকে জীবন্ত ধরতে পারাটা একটা বড়সড় সাফল্য৷ এবারে অনেক সত্য সামনে আসবে”৷
বেশ কয়েকদিন ধরেই মৃত জঙ্গি বুরহানের মৃত্যুকে কেন্দ্র করে অশান্ত ভূস্বর্গ৷ সেনা-বিক্ষোভকারী সংঘর্ষে প্রাণ হারিয়েছেন চল্লিশেরও বেশি মানুষ৷ চার জেলা বাদে এখনও বাকি উপত্যকায় জারি রয়েছে কারফিউ৷ অশান্ত কাশ্মীরের নেপথ্যে যে প্রতিবেশী দেশের হাত রয়েছে৷ এই অভিযোগ বারাবার উঠেছে৷ সেই অভিযোগের সত্যতাই এদিন প্রমাণিত হল চার জঙ্গির মৃত্যু ও এক জীবন্ত জঙ্গি ধরা পড়ার ঘটনায়৷ এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.