Advertisement
Advertisement

Breaking News

অমরনাথ যাত্রাপথে হামলা চালাতে পারে ৩০০ পাক জঙ্গি!

দুধকুলিয়ান জঙ্গল, লারোজাগির, খলিল, পাঞ্জু, লুরগামের মতো এলাকায় জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে৷

300 Pakistan-trained terrorists to attack Amarnath Yatra
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 3, 2016 7:36 pm
  • Updated:July 3, 2016 7:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পবিত্র অমরনাথ যাত্রার পথে পুণ্যার্থীদের উপর হামলা চালাতে অন্তত ৩০০ জন লস্কর জঙ্গিকে বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই৷ পাম্পোরে জওয়ানদের কনভয়ে হামলাকারী জঙ্গিদের রণনীতি ছিল, অমরনাথ যাত্রা শুরুর আগে পুণ্যার্থীদের বুকে ভয় ধরানো৷

জঙ্গিদের গোপন কথোপকথনে আড়ি পেতে এই চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷ অমরনাথ যাত্রাপথের একাধিক ‘লঞ্চিং প্যাডে’ ফিদায়েঁ জঙ্গিরা ওঁত পেতে থাকতে পারে বলে ইন্টেলিজেন্স ব্যুরোর কাছে খবর রয়েছে৷ কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন, এবছর লস্কর জঙ্গিদের কাছে সবচেয়ে বড় ও সফট টার্গেট হল অমরনাথ যাত্রীরা৷

Advertisement

এবছর অমরনাথে প্রায় দেড় লক্ষেরও বেশি মানুষের পা পড়তে চলেছে৷ গোয়েন্দা সূত্রে খবর, যাত্রা শুরুর প্রায় এক মাস আগে থেকে হামলার ছক কষা শুরু করে দেয় জঙ্গিরা৷ পাক অধ্যুষিত কাশ্মীর হয়ে পহেলগাঁও, শ্রীনগরে ঢোকার চেষ্টা করে৷ অনন্তনাগ ও বারামুল্লা জেলায় নিয়ন্ত্রণরেখার উল্টো দিকে বখরাগলিতে ছাউনি ফেলেছে পাক জঙ্গিরা৷ অল্প দূরেই রয়েছে জঙ্গিদের মূল বড় দলটি৷ ছোট ছোট দলে ভাগ হয়ে সীমান্ত পেরোনোর চেষ্টা করছে তারা৷ জঙ্গিদের ঠেকানোর ‘ব্লু-প্রিন্ট’ ছকতে গত সপ্তাহে দিল্লিতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন সীমান্ত নজরদারির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থাগুলির শীর্ষ আধিকারিকরা৷

সূত্রের খবর, জঙ্গিদের ২৫ জনের একটি দল এমটি-১৬৭৯ সেক্টর বা শারদি অঞ্চলে সজাগ রয়েছে৷ ৩০ জন লস্কর জঙ্গির আরেকটি দল নিকিয়াল ও সেনসায় উপস্থিত৷ পাক আইএসআই প্রশিক্ষণপুষ্ট সেনসা ক্যাম্পে জঙ্গিরা ‘হল্ট’ করে রয়েছে৷ জম্মু ও কাশ্মীরে গত এক মাসে এক ডজনেরও বেশিবার জঙ্গি হানার পিছনে আসল উদ্দেশ্য বিলক্ষণ জানেন গোয়েন্দারা৷ একদিকে সেনাবাহিনীকে ব্যস্ত রেখে অন্য দিক দিয়ে ছোট ছোট দলে ভাগ হয়ে ভূস্বর্গে ঢুকে পড়ার ফন্দি আঁটছে জঙ্গিরা! মিরপুর ও ভীমবার হয়ে রাজৌরি সেগমেন্টে ঢোকার চেষ্টা করছে জঙ্গিরা৷ কারণ, এই এলাকা শ্রীনগর-পহেলগাঁওকে জুড়েছে যে রাস্তা, তার খুব কাছে৷ অমরনাথ যাত্রা শুরু হয় এই পথ থেকেই৷ আর ঠিক এই কারণেই চূড়ান্ত সতর্ক থাকছেন জওয়ানরা৷ দুধকুলিয়ান জঙ্গল, লারোজাগির, খলিল, পাঞ্জু, লুরগামের মতো এলাকায় জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি শুরু হয়েছে৷ এই সমস্ত এলাকাতেই পাক প্রশিক্ষিত জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা৷

383595-amarnathyatra

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement