Advertisement
Advertisement

চোর অপবাদে ৩৫ দিন হাজতবাস দুধের শিশুর

মায়ের অভিযোগ, বারবার বলা সত্বেও শিশুকে ছাড়েনি পুলিশ৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 26, 2016 2:44 pm
  • Updated:July 26, 2016 2:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চুরির অভিযোগে ৩৫ দিন জেলে কাটাতে হল তিন বছরের শিশুকে৷ মাদুরাইয়ের নেল্লুর জেলায় ঘটে এই ঘটনা৷ চুরির অভিযোগে এখনও গারদের পিছনে শিশুর বাবা, মাসি-মেসো৷

জুন মাসের ১৯ তারিখ থেকে স্থানীয় এক মেলায় খেলনা ও চুড়ি বিক্রি করছিলেন মেরি, তাঁর স্বামী মুরুগান, বোন মারিয়াম্মাল ও বোনের স্বামী গুরুভান৷ তাঁদের সঙ্গেই ছিল ছোট্ট শিশুটি৷ ২১ তারিখ নাগাদ হঠাৎ কিছু বোঝার আগেই মুরুগান, মারিয়াম্মাল ও গুরুভানকে চুরির অভিযোগে গ্রেফতার করে সাদা পোশাকের পুলিশ৷ মেরির কাছ থেকে ছিনিয়ে নেয় তাঁর ছেলেকে৷ মেরির কথায়, তিনি বারবার পুলিশকে দাবি করেছিলেন তাঁর ছোট্ট ছেলেকে ছেড়ে দেওয়া হোক৷ কিন্তু, পুলিশ সে কথায় কান দেয়নি৷

Advertisement

এর সপ্তাহ দু’য়েক পর, মেরি জানতে পারেন অভিযুক্তদের নগর দায়রা আদালতে তোলা হবে৷ সেখানেও ছেলেকে ফেরত দেওয়ার আবেদন জানান মেরি৷ কিন্তু বিচারপতি কুলিথুরাজ শিশু সহ চার অভিযুক্তকেই জেল হেফাজতে পাঠান৷ শেষে মাদ্রাজ হাই কোর্টের দ্বারস্থ হন মেরি৷ সোমবার হাই কোর্টের বিচারপতি ছেলে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন এবং গ্রেফতারকারী পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement