সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জানালার গ্রিল ভেঙে বিপত্তি হিন্দু স্কুলে৷ প্রায় ২০০ বছর পুরনো কলেজ স্ট্রিটের হিন্দু স্কুলে মঙ্গলবার সকালে জানালার গ্রিল ভেঙে জখম তিন পড়ুয়া৷ দ্বিতীয় শ্রেণির তিনজন ছাত্র আহত হয়েছে বলে খবর৷ সূত্রের খবর, ক্লাস শেষের পর ওই ছাত্ররা স্কুলের জানালা ধরে ঝুলছিল৷ তখনই জানালা সংলগ্ন দেওয়ালের চাঙড় ভেঙে পড়ুয়াদের মাথায় পড়ে৷
আহতদের মধ্যে দু’জন ছাত্রের নাম সোহম মন্ডল ও অরিত্র দে বলে জানা গিয়েছে৷ তাদের মধ্যে একজনের বাড়ি হাওড়ায়, আরেকজনের বাগুইআটিতে৷ আহত হওয়ার পর তাদের কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ হাসপাতাল সূত্রের খবর, আহত এক ছাত্রের মাথায় সেলাই করতে হয়েছে৷ প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়৷ সূত্রের খবর, মেডিক্যাল কলেজ থেকে ফিরে আহত ছাত্রদের অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানান৷ সরকারি স্কুলে রক্ষণাবেক্ষণের অভাবের কথা স্বীকার করে নিয়েছেন প্রধান শিক্ষক৷ ভবিষ্যতে এ বিষয়ে সতর্ক থাকার আশ্বাস দিয়েছেন তিনি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.