Advertisement
Advertisement

মাঝ আকাশে সেলফি! বরখাস্ত ইন্ডিগোর তিন পাইলট

আমেরিকার পথে কি হাঁটবে ভারতও?

3 IndiGo pilots grounded for mid-air selfies
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 20, 2016 4:03 pm
  • Updated:August 20, 2016 4:03 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানের ককপিটে বসে পাইলটদের সেলফি তোলার হিড়িকে চিন্তিত ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বা ডিজিসিএ৷ সম্প্রতি দেশের অসামরিক বিমান নিরাপত্তা নিয়ামক সংস্থা মাঝ আকাশে সেলফি তোলার অভিযোগে ইন্ডিগো সংস্থার তিন পাইলটকে সাতদিনের জন্য বরখাস্ত করল৷

নিয়ামক সংস্থা সূত্রে খবর, ককপিটে বসে সেলফি তোলার লোভ সামলাতে পারছেন না নব্য পাইলটরা৷ কিন্তু সেই সব সেলফি ফেসবুক-সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ‘লাইক’ পাওয়ার প্রবণতা বিমানের যাত্রীদের বিপদে ফেলতে পারে বলে আশঙ্কা ডিজিসিএ-র৷

Advertisement

ইন্ডিগো সংস্থার এক মুখপাত্র স্বীকার করে নিয়েছেন, ওই তিন পাইলট মাঝ আকাশে বিমানের ককপিটে বসে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেছিলেন৷ সূত্রের খবর, ফেসবুক-সহ সোশ্যাল মিডিয়ায় এরকম বহু সেলফি-ই এখন নিয়ামক সংস্থার কর্তারা খতিয়ে দেখছেন৷ ইতিমধ্যেই মার্কিন অসামরিক বিমান নিরাপত্তা সংস্থা বাণিজ্যিক বিমান সংস্থাগুলির পাইলটদের ককপিটে সেলফি তোলায় নিষেধাজ্ঞা জারি করেছে৷ এখন কেন্দ্রীয় বিমান মন্ত্রকও সেই পথে হাঁটে কি না, সেটাই এখন দেখার৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement