Advertisement
Advertisement

Breaking News

১২ বছর পর ফের কাশ্মীরে মোতায়েন বিএসএফ

পশ্চিমবঙ্গ, গুজরাট, রাজস্থান থেকে তুলে নেওয়া হচ্ছে ২৬০০ বিএসএফ জওয়ানকে৷

2,600 BSF Personnel to be deployed in Kashmir

ফাইল ফটো

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 23, 2016 1:27 pm
  • Updated:August 23, 2016 1:27 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মাসেরও বেশি হয়ে গিয়েছে, কিন্তু কাশ্মীরে অশান্তি থামার কোনও লক্ষণই নেই৷ তাই এবারে বিএসএফ-এর দ্বারস্থ হচ্ছে কেন্দ্র সরকার৷ ১২ বছরে প্রথমবার জম্মু-কাশ্মীরে মোতায়েন করা হবে ২৬ কোম্পানি সীমান্তরক্ষী বাহিনী৷ এমনটাই জানা গিয়েছে প্রতিরক্ষামন্ত্রক সূত্রে৷

১৯৯১ সালে একবার সন্ত্রাসবাদী কার্যকলাপ রুখতে মোতায়েন করা হয়েছিল বিএসএফ জওয়ানদের৷ পরে ২০০৪ সালে ভূস্বর্গের শান্তি রক্ষার দায়িত্ব সিআরপিএফ জওয়ানদের হাতে তুলে দেওয়া হয়৷

Advertisement

সাধারণত দেশের সীমান্ত রক্ষার কাজেই নিযুক্ত থাকেন বিএসএফ জওয়ানরা৷ দেশের কয়েকটি স্থানে মাওবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁদের৷ শোনা গিয়েছে, এই অভিজ্ঞতাগুলিকেই কাজে লাগিয়ে উপত্যকায় শান্তি ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হচ্ছে সীমান্ত রক্ষী বাহিনীকে৷

এর জন্য এক-দুই দিনের মধ্যেই পশ্চিমবঙ্গ, গুজরাট, রাজস্থান থেকে তুলে নেওয়া হচ্ছে ২৬০০ জওয়ানকে৷ সমস্যার গুরুত্ব নির্বিশেষে যাদের জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় মোতায়েন করা হবে৷ পরবর্তীকালে আরও ৩০ কোম্পানি সীমান্তরক্ষী বাহিনী বিভিন্ন পাঠানো হবে বলেও জানা গিয়েছে৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement