Advertisement
Advertisement

উত্তরপ্রদেশে বিষমদের বলি ২১

মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দেওয়ার আশ্বাস৷

21 People Die After Consuming Spurious Liquor in UP
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 17, 2016 6:22 pm
  • Updated:October 27, 2020 1:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের আলিগঞ্জে বিষমদ পান করে মৃত ২১, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন৷ এই ঘটনায় শুল্ক দফতরের ৩ আধিকারিক-সহ পাঁচ সরকারি কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর৷

মৃতদের মধ্যে বেশিরভাগই লুহারি দরওয়াজা ও সংলগ্ন লুয়াখেরা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে৷ শনিবার রাতে বিষাক্ত মদ পান করে নেত্রপাল (৩৫), রমেশ শাক্য (৩৬), রাম অবতার (৩১)-সহ বেশ কয়েকজনের মৃত্যু হয়৷ রবিবার সকালে জেলার বিভিন্ন হাসপাতালে একে একে মারা যান চরণ সিং (৬০), বিপিন (৪০), ধর্মপাল যাদবরা৷ ঠিক কতজন বিষমদ পান করে আক্রান্ত, সে বিষয়ে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ৷ এসএসপি অজয় শঙ্কর রাই জানিয়েছেন, বিষমদ তৈরির অভিযোগে শ্রীপাল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ অন্তত ১২ জন তাঁদের দৃষ্টিশক্তি হারিয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর৷ মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক অজয় যাদব৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement