Advertisement
Advertisement

২১ জুলাই : LIVE

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অপেক্ষায় প্রহর গুণছে জনতা৷

21 july Sahid Dibas 2016 LIve
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 21, 2016 12:15 pm
  • Updated:July 20, 2022 5:03 pm  

02:25৷  নিজেদের কাজে তৃণমূল আগামীতে নিজেদেরই রেকর্ড ভাঙবে, এমনটাই প্রত্যাশা মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ দলীয় শৃঙ্খলা রক্ষা ও প্রশাসনের কাজে দলকে সাহায্য করার বার্তা দিয়ে বক্তব্য শেষ করলেন তিনি৷ প্রতিবারের মতো এবারও জাতীয় সংগীতে শেষ হল একুশে সমাবেশ৷

 02:12৷  প্রধানমন্ত্রীত্ব চান না, বাংলার মানুষের উন্নয়নই লক্ষ্য-স্পষ্ট জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

Cn4CgpSWIAETtMZ

02:12৷ বিশিষ্টদের জন্মদিনে অনুষ্ঠান করার নির্দেশ মমতার৷ দুর্গাপুজো, ইদ, বড়দিন-সমস্ত উসবে মানুষের পাশে নেতাদের থাকার বার্তা৷ প্রশাসনিক পদে যে সমস্ত নেতারা আছেন, তাঁদের সকলের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করার নির্দেশ দিলেন তিনি৷

02:09৷ আঞ্চলিক দলগুলির এগিয়ে যাওয়ার পক্ষে সওয়াল মমতার৷ দেশে ফেডারেল স্ট্রাকচার বজায় দায়িত্ব মনে করিয়ে দিলেন৷ নারীসম্মান রক্ষা করা থেকে সামাজিক অবক্ষয় রোধ করার ডাক দিলেন তিনি৷

02:04৷দেশ জুড়ে বিভিন্ন ক্ষেত্রে গৈরিক মেরুকরণের বিরোধিতা করলেন তৃণমূল সুপ্রিমো৷ দেশের স্বার্থকে দলীয় স্বার্থের উপরে জায়গা দেওয়ার বার্তা তাঁর৷

02:01৷ সন্ত্রাসের বিরোধিতা, দলিতদের উপর আক্রমণের নিন্দাও করলেন এই মঞ্চ থেকে৷ শহিদ দিবস পালনের থেকে সাম্প্রদায়িক মনোভাব দূর করে, ব্যক্তিস্বাধীনতার উপর জোর দিলেন৷ এই ধরনের মানসিকতা বাংলায় বরদাস্ত হবে না বলেও জানিয়ে দিলেন৷

Cn37_D-XEAA4s4_

02:01৷ কেন্দ্র সরকারের আধার কার্ড বাধ্যতামূলক করার প্রসঙ্গ তুলে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ প্রস্তাবের আরও একবার বিরোধিতা করে কেন্দ্রীয় প্রকল্পের বিজ্ঞাপনী চমক নিয়ে প্রশ্ন তুললেন তিনি৷

01:50৷ বাংলার যুবকদের চাকরি নিয়ে আশ্বস্ত করলেন মমতা৷ বিদেশে কারও চাকরি গেলে, বিকল্প ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করলেন৷

01:48৷ পুরনো দিনের মতো লড়াকু কর্মীদের ফিরে চাইলেন মমতা, ব্যক্তিস্বার্থের উপরে মানুষের স্বার্থের কথা মাথায় রাখার কথা বললেন তিনি৷

01:44৷ সব কর্মী এমপি, এমএলও হয় না, তবু নিচুস্তরের যে কর্মী তাঁদেরও সম্মান করেন তিনি, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ কর্মীদের জনগণের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন তিনি৷ দলের কর্মীদেরই দল রক্ষার দায়িত্ব দিলেন, কোনও বিভেদে কর্মীরা যেন পা না দেন, তাও মনে করিয়ে দিলেন৷

01:42৷ আন্দোলনকে সম্মান জানিয়ে আগামী এক বছর নানা কর্মসূচি নেওয়া হবে, ভারতের বিভিন্ন প্রান্তের মানুষ তাতে সামিল হবেন, ঘোষণা মমতার ৷

01:34৷ বাংলার শহিদদের স্মরণ করার পাশাপাশি বিশ্বের শহিদদেরও স্মরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Cn37_D-XEAA4s4_

01:32৷ মঞ্চে এখন বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কর্মীদের সংযত হওয়ার পরামর্শ দিলেন৷

01:30৷ একুশের মঞ্চে মদন মিত্রের প্রসঙ্গ তুলে আনলেন কবীর সুমন৷ তাঁর মুক্তির আশা করলেন৷ এছাড়া রাজনৈতিক বন্দিদের মুক্তির বিষয়টিও বিবেচনা করার আর্জি রাখলেন মমতার কাছে৷ মমতার সাফল্য হিসেবে সরকারি টাকা জনসাধারণের কাছে পৌঁছনোর কথা তুলে ধরলেন তিনি৷

Cn35MT0XYAAVaf9

01:10৷  ভারতের কাছে মডেল হতে পারে বাংলা, মত সুদীপ বন্দ্যোপাধ্যায়ের৷  মূল্যবৃদ্ধি রোখা থেকে শুরু করে পণ্যের বন্টন নিয়ে সরকারি কর্মসূচি কথা তুলে ধরলেন তিনি৷ বাংলার মুখ্যমন্ত্রী তাঁর ভাবমূর্তি নিয়ে দেশের মুখ উজ্জ্বল করছেন বলে কর্মীদের বার্তা দিলেন৷

Cn3z7xNWIAA0Rkp

01:02৷ সমাবেশ স্থলে পৌঁছলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷

Cn35E_gWAAAVWmK

12:56৷ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বার্তা দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমও৷ ধর্মনিরপেক্ষতায় মানুষের বিশ্বাস যে মমতাতেই তা মনে করিয়ে দিয়ে কেন্দ্রেও তৃণমূলের নেতৃত্বে ধর্মনিরপেক্ষ সরকার গড়ার ডাক শোনা গেল তাঁর বক্তব্যে৷

12:50৷ বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সমস্ত বিরোধিতা পেরিয়ে মমতার বাংলার অগ্রগতির কথা তুলে ধরছেন তিনি৷ ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে কর্মীদের শিরদাঁড়া সোজা রাখার বার্তা অভিষেকের৷ সংবাদমাধ্যমকেও অভিনন্দন জানালেন তিনি৷

Cn3zv04XEAAeHOC

12:44৷ মঞ্চে বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী৷ নন্দীগ্রাম, নেতাই-সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের গণ আন্দোলনের কথা মনে করিয়ে দিচ্ছেন তিনি৷ বিরোধীদের অপপ্রচার পেরিয়ে মমতার জনমুখী প্রকল্পের পক্ষে বাংলার রায়ের কথা বললেন৷ বললেন ২০১৯ সালে কেন্দ্রে দিল্লির নির্ণায়ক হয়ে ওঠার লক্ষ্যের কথাও৷

Cn3yD8xWIAELE2B

12:40৷ দেখে নিন ধর্মতলা চত্বরে জমায়েতের লাইভ ভিডিও-

12:26৷ ১৯৯৩ সালের ২১ জুলাই ১৩ জন সহকর্মীর প্রয়াণের কথা মনে করিয়ে দিচ্ছেন মুকুল রায়৷ শহিদ দিবসের ইতিহাস সমাবেশে জনতার সামনে তুলে ধরছেন তিনি৷

Cn3r7_2WIAA3aN4

12:12৷বক্তব্য রাখছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ জানালেন কালিয়াগঞ্জ পুরসভা দখলে এল তৃণমূলের৷

12:10৷ ২১’শের সমাবেশে গাজোলের সিপিএম বিধায়ক দীপালি বিশ্বাস, মঞ্চে উপস্থিত হরকা বাহাদুর ছেত্রীও৷

Cn2tixIUIAA4AFI

12:06৷ মঞ্চে এখন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান৷ সভায় সংগীত পরিবেশনে নচিকেতা, ইন্দ্রনীল সেন, সৌমিত্র রায়, শান্তনু রায়চৌধুরী প্রমুখ শিল্পীরা৷

Cnz2iS4VUAANQ13

11:45৷ এই মঞ্চেই তৃণমূলে যোগ দিতে চলেছেন বিষ্ণুপুরের কংগ্রেস বিধায়ক তুষারকান্তি ভট্টাচার্য৷

 

11:28৷  শহিদ দিবস স্মরণে ইতিমধ্যেই মঞ্চে উপস্থিত হয়েছেন তৃণমূলের  প্রথম সারির সমস্ত নেতা নেত্রী৷ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অপেক্ষায় প্রহর গুণছে জনতা৷
Cnzv1jcUMAAGpcN

11:15৷  ২১ জুলাইয়ের সমাবেশে জনতার ঢল৷ কানায় কানায় পূর্ণ ধর্মতলা চত্বর৷ সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার কড়া ব্যবস্থা৷চলছে ড্রোন নজরদারী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement