Advertisement
Advertisement

Breaking News

আইআইটি মাদ্রাস চত্বরে ২ মহিলার রহস্যমৃত্যু

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু’জনেই আত্মহত্যা করেছেন৷

2 Women Including Research Scholar Found Hanging At IIT Madras
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 14, 2016 10:19 am
  • Updated:July 14, 2016 10:19 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একইদিনে আইআইটি মাদ্রাসের ক্যাম্পাস চত্বরে রহস্যজনকভাবে মৃত্যু হল দুই মহিলার৷ মৃতদের মধ্যে একজন রিসার্চ স্কলার এবং অন্যজন অধ্যাপকের স্ত্রী বলে জানা গিয়েছে৷ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দু’জনেই আত্মহত্যা করেছেন৷

মৃত গবেষকের নাম পি মাহেশ্বরী (৩৪)৷ বুধবার পোস্ট ডক্টরাল রিসার্চ স্কলার মাহেশ্বরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় তাঁর হস্টেলের রুম থেকে৷ কেন এই আত্মহত্যা তা নিয়ে ধন্দে পুলিশ৷ বুধবার দুপুরেই আবার উদ্ধার হয় আইআইটি’র পদার্থবিদ্যার অধ্যাপক গণেশনের স্ত্রী বিজয়লক্ষ্মীর মৃতদেহ৷ পরিচিতদের কথা অনুযায়ী, বহুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন দুই সন্তানের মা বিজয়লক্ষ্মী৷ বিশেষ করে বড় ছেলের স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তিত ছিলেন৷ এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি৷

Advertisement

দুটি মৃতদেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ পুলিশের তদন্তে সম্পূর্ণ সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে আইআইটি মাদ্রাস কর্তৃপক্ষের তরফে৷ মৃত গবেষকের বাড়িতেও খবর দেওয়া হয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement