গৌতম ব্রহ্ম: কিডনি একটি৷ কিন্তু জরায়ু ও যোনি দু’টি করে৷ বিশ্বাস না হলে আবার পড়ুন৷
হ্যাঁ, যা থাকার কথা দু’টো, সেটি রয়েছে একটি৷ আর যা একটা থাকার কথা, রয়েছে দু’টি করে৷
একটি নয়, এমন দু’টি মেয়ের হদিশ পেল পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল৷ তাও আবার ২১ দিনের ব্যবধানে৷
প্রথমজন অষ্টাদশী৷ দ্বিতীয়জন ষোড়শী৷ দু’জনের বাড়িই দক্ষিণ ২৪ পরগনায়৷ প্রথমজনের মগরাহাটে৷ দ্বিতীয়জনের বারুইপুর-মল্লিকপুরে৷
দু’জনেই ন্যাশনাল মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগে এসেছিলেন অনিয়মিত ‘পিরিয়ড’ ও পেটে ব্যথার উপসর্গ নিয়ে৷ কিন্তু ইউএসজি, সিটি স্ক্যান ও এমআরআই করার পর চিকিৎসকরা বুঝতে পারেন আর পাঁচটা মেয়ের থেকে এদের শারীরিক গঠন আলাদা৷ ন্যাশনালের স্ত্রীরোগ বিভাগের প্রধান ডা. আরতি বিশ্বাস জানালেন, “মাস দু’য়েক আগে সাহানা খাতুন (নাম বদলানো হয়েছে) নামে আঠারো বছরের এক অবিবাহিত তরুণী আউটডোরে আসেন৷ পেটে খুব ব্যথা হচ্ছিল৷ প্রথমে ইউএসজি করাই৷ দেখা যায়, মেয়েটির কিডনি একটি৷ অবস্থান এবং আকৃতিও বড় অদ্ভূত৷ মেরুদণ্ডের সামনে৷ পরে এমআরআই করিয়ে জানতে পারি, মেয়েটির জরায়ু, জরায়ুমুখ ও যোনিও দু’টি করে৷ বয়সের ধর্ম মেনে ডানদিকের জরায়ুমুখ থেকে ঋতুস্রাব শুরু হয়েছে৷ কিন্তু যোনিপথের মুখ বন্ধ থাকায় সেই ঋতুস্রাব জরায়ুমুখে জমা হয়ে টিউমারের আকৃতি ধারণ করছিল৷ পেটে শুরু হয়েছিল যন্ত্রণা৷”
তিন সপ্তাহ পর একইরকম অস্বাভাবিক শারীরিক গঠন নিয়ে রিঙ্কি খাতুন ষোলো বছরের এক কিশোরী আসে ন্যাশনালে৷ দ্বিতীয় ক্ষেত্রেও জরায়ু ও যোনির সংখ্যা ছিল দুই৷ দু’জনকেই অস্ত্রোপচার করে স্বাভাবিক করার চেষ্টা করেছেন ন্যাশনালের চিকিৎসকরা৷ বাদ দিয়েছেন অতিরিক্ত জরায়ু ও যোনি৷ সাহানার বাদ যাওয়া জরায়ুতে একটি ‘মাস’ তৈরি হয়েছিল৷ বয়স কম থাকায় রিঙ্কির ক্ষেত্রে জটিলতা তেমন বড় আকার ধারণ করতে পারেনি৷ ন্যাশনালের এমএসভিপি ডা. পীতবরণ চক্রবর্তী জানিয়েছেন, “সাতদিন আগে সাহানা ফের ন্যাশনালে এসেছিলেন৷ রুটিন চেক-আপ-এর পর চিকিৎসকরা জানিয়েছেন, সাহানা পুরোপুরি সুস্থ৷ বিবাহিত জীবনযাপন কিংবা মা হওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই৷ রিঙ্কিও আশা করি ভাল থাকবে৷
কেন এমন হয়?
এনআরএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ তথা বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. দেবাশিস ভট্টাচার্য জানিয়েছেন, নারীদেহে দু’টি ‘মূল্যেরিয়ান ডাক্ট’ একসঙ্গে মিশে একটি জরায়ু তৈরি করে৷ কিন্তু কোনও কোনও ক্ষেত্রে দেখা যায়, এই দু’টি টিউব না মিশে আলাদা জরায়ু ও জরায়ুমুখ তৈরি করে৷ স্বাভাবিক কারণেই তৈরি হয় দু’টি যোনি৷ কখনও যোনি দুটি বাইরে থেকে বোঝা যায়৷ কখনও বোঝা যায় না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.