Advertisement
Advertisement

সাপের কামড়ে মৃত ২ স্কুলছাত্র

মৃতদের নাম শাকিল বিলবাবা (১২) ও আবদুল কাদের (১৪)৷

2 school children died by snake bite
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 5, 2016 4:12 pm
  • Updated:August 5, 2016 4:12 pm  

স্টাফ রিপোর্টার: সাপের কামড়ে মৃত্যু হল দুই স্কুল ছাত্রের৷ চাপড়ায় বৃহস্পতিবার রাতে এই ঘটনাটি ঘটেছে৷ চাপড়ার শিকরায় একটি মাদ্রাসায় পাঠরত দুই আবাসিক ছাত্রের মৃত্যু হয়েছে বিষধর সাপের কামড়ে৷ মৃতদের নাম শাকিল বিলবাবা (১২) ও আবদুল কাদের (১৪)৷ শাকিলের বাড়ি চাপড়ারই বাঙালঝি গ্রামে৷ কাদেরের বাড়ি হাতরা গ্রামে৷ আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীর জেএনএম হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন শাকিল ঘরামি নামে আর এক ছাত্র৷

শিকরায় একটি মাঠের মাঝে রয়েছে ওই মাদ্রাসাটি৷ মোট ৭৫ জন ছাত্র৷ সকলেই আবাসিক৷ টিনের চালওয়ালা একটি বিশাল ঘরে রাতে শুয়ে ছিল তারা৷ সিমেন্টের মেঝে হলেও ঘরটির চাল ও দেওয়াল টিনের৷ ঘরের চারপাশে ফাঁকা চাষের জমি৷ জঙ্গলও রয়েছে৷ তার উপর বর্ষাকাল৷ চারিদিকে ফাঁকা জমিতে জল জমে রয়েছে৷ ওই জমি থেকেই রাতে ঘরের মধ্যে সাপ ঢোকে বলে অনুমান৷ রাত দেড়টা নাগাদ তিন ছাত্রের চিৎকারে অন্যরা ঘুম থেকে উঠে পড়ে৷ দেখা যায় যন্ত্রণায় কাতরাচ্ছে ওই তিন ছাত্র৷ মাদ্রাসার এক শিক্ষকও ওই ঘরেই ছিলেন৷ বাকি পাঁচ শিক্ষক এলাকাতেই থাকেন৷ ঘটনার খবর পেয়েই সকলে আসেন৷ স্থানীয় বাসিন্দারাও চলে আসেন৷

Advertisement

প্রথমে চাপড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনজনকে৷ সেখানে সাপে কাটার চিকিৎসা পরিষেবা না থাকায় তাদের কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ শুক্রবার ভোর চারটে নাগাদ সেখানেই মারা যায় শাকিল বিলবাবা ও আবদুল কাদের৷ কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন শাকিল ঘরামি৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সাপের কামড়েই মারা গিয়েছে দুই ছাত্র৷ খবর পেয়ে হাসপাতালে যান চাপড়ার বিধায়ক রুকবানুর রহমান৷ ওই মাদ্রাসার এক শিক্ষক ইক্রামুল হক মণ্ডল জানিয়েছেন, এই প্রথম এধরনের ঘটনা ঘটল৷ ফাঁকা মাঠ থেকেই ঘরের মধ্যে সাপ ঢুকেছিল৷ ঘুমন্ত অবস্থায় তিনজনকে কামড়ায় সাপটি৷ মর্মান্তিক ওই ঘটনায় ওই মাদ্রাসা ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement