Advertisement
Advertisement

সুষমার দৌলতে দীপাবলিতে মাতবে অস্ট্রেলিয় শিশু

অতিথিদের অভ্যর্থনায় কোনও কমতি রাখলেন না মন্ত্রী৷

2-month-old Australia-born baby to celebrate Diwali in India
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 14, 2016 6:22 pm
  • Updated:October 14, 2016 6:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা এবং দাদু দিদার সঙ্গে দীপাবলি উৎসবে যোগ দিতে পারছিল না ছোট্ট মেয়েটি৷ কারণ তার সম্বল অস্ট্রেলিয়ার ভিসা৷ জন্মও সেখানেই৷ কিন্তু মা ভারতীয়৷ মায়ের কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে৷ তিনি দু’মাসের শিশুটিকে নিয়ে বাবা মায়ের কাছে এসেছিলেন৷ দু’মাসের শিশুটির জন্য তখন তৈরি করে নিয়েছিলেন স্বল্প সময়ের ই-ভিসা৷ আর সেই ভিসার মেয়াদ ফুরিয়ে গেলে দু’মাসের শিশুটির দীপাবলিতে ভারতে আর থাকতে দেওয়া যাবে না৷ কিন্তু বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ থাকতে এমনটা কি হতে পারে? আর তাই শিশুটির মা অদিতি চন্দক মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন সন্তানের ভিসার সময়সীমা খানিক বাড়িয়ে দেওয়ার জন্য৷

আর যেমন আর্জি ঠিক তেমন কাজ৷ অতিথিদের অভ্যর্থনায় কোনও কমতি রাখলেন না মন্ত্রী৷ ছোট্ট শিশুটি যাতে দীপাবলিতে নিজের মা এবং দাদু-দিদিমার সঙ্গে দিল্লিতে কাটাতে পারে, তার জন্য ভিসার সময়সীমা বাড়িয়ে দিলেন মন্ত্রী৷ শিশুটি এবং তার মা’কে দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে টুইটও করলেন তিনি৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement