Advertisement
Advertisement

Breaking News

গাছে বেঁধে, নগ্ন করে দলিতদের বেধড়ক মার গো-রক্ষকদের

প্রধানমন্ত্রীর কথাতেও যে গো-রক্ষকদের দাপট এতটুকু কমেনি, অন্ধ্রের ঘটনা তা প্রমাণ করে দিল৷

 2 Dalits allegedly stripped, Beaten  by cow vigilantes in Andhra Pradesh
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 10, 2016 10:16 am
  • Updated:August 10, 2016 10:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের উনার পর এবার অন্ধ্রপ্রদেশ৷ ফের গো-রক্ষকদের হাতে আক্রান্ত দলিতরা৷ অন্ধ্রপ্রদেশে দুই দলিত ভাইকে মৃত গরুর চামড়া ছাড়ানোর অভিযোগে গাছে বেঁধে নগ্ন করে বেধড়ক মার স্বঘোষিত গো-রক্ষকদের৷

গুজরাটে দলিত নিগ্রহ জাতীয় রাজনীতিতে ঢেউ তুলেছে৷ স্বয়ং প্রধানমন্ত্রী স্বঘোষিত গো-রক্ষকদের বিরুদ্ধে মুখ খুলেছেন৷ কিন্তু তাতে যে অবস্থা বদলায়নি তাই দেখা গেল অন্ধ্রপ্রদেশের ঘটনায়৷ সোমবার মোকাতি এলিসা ও মোকাতি রাজম নামে দুই দলিত ভাইয়ের ডাক পড়ে একটি মৃত গরুর চামড়া ছাড়ানোর জন্য৷ জানা যায়, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল গরুটির৷ কিন্তু এ কাজ করার সময়ই তাঁদের উপর চড়াও হয় কিছু গো-রক্ষক৷ তাদের অভিযোগ, চামড়ার লোভে গরুটিকে হত্যা করে ওই দুই ভাই৷ আর এই অভিযোগেই দুই দলিত ভাইকে গাছে বাঁধা হয়৷ তারপর নগ্ন করে বেধড়ক মারা হয়৷ পরে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ একজনের অবস্থা সঙ্কটজনক বলেও জানা যাচ্ছে৷

Advertisement

ক’দিন আগেই গো-রক্ষকদের বাড়বাড়ন্ত রুখতে প্রধানমন্ত্রী বলেছিলেন, দলিতদের নয় মারতে হলে আমাকে মারুন৷ কিন্তু প্রধানমন্ত্রীর কথাতেও যে গো-রক্ষকদের দাপট এতটুকু কমেনি, অন্ধ্রের ঘটনা তা প্রমাণ করে দিল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement