Advertisement
Advertisement

Breaking News

রুপোলি পর্দায় ‘৮৩-র বিশ্বকাপ জয়

বলি অন্দরের খবর, কপিলের ভূমিকায় দেখা যেতে পারে অর্জুন কাপুরকে৷

1983 World Cup win to be made into a film soon
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 19, 2016 11:02 am
  • Updated:July 19, 2016 12:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটের ইতিহাসে নিঃসন্দেহে স্মরণীয়তম বছর ১৯৮৩৷ কপিল দেবের নেতৃত্বে ক্রিকেট বিশ্বকাপ জয় ভারতের ক্রিকেটকেই যেন আমূল বদলে দিয়েছিল৷ এবার সে ঘটনা উঠে আসতে চলেছে রুপোলি পর্দাতেও৷ বলিঅন্দরের খবর, কপিলের ভূমিকায় দেখা যেতে পারে অর্জুন কাপুরকে৷

ধোনির বায়োপিক এখনও মুক্তি পায়নি৷ ট্রেলারেই কি তবে বাজিমাত? আসলে ছবি নির্মাতারা যেন ধরেই নিয়েছেন, ভারতীয় ক্রিকেটারদের বায়োপিক মানেই সুপারহিট৷ এবার অবশ্য কোনও বায়োপিক নয়৷ তবে আস্ত একটি দলের সাফল্য উঠে আসছে সিনেমায়৷ বলিঅন্দরের খবর, ১৯৮৩ বিশ্বকাপ জয় নিয়ে সিনেমা করার কথা ভাবছে অনুরাগ কাশ্যপের প্রযোজনা সংস্থা ফ্যান্টম ফিল্মস৷ তা নিয়ে কাজ শুরুও হয়ে গিয়েছে৷ সংস্থার এক কর্তার দাবি, সামনের বছর মার্চ মাস নাগাদ ছবিটি মুক্তি পাবে৷

Advertisement

সিনেমার কাহিনি নিয়ে কপিল ও সেই দলের অনেকের সঙ্গেই কথা হয়েছে বলে জানা গিয়েছে৷ প্রযোজক সংস্থাটি ইতিমধ্যে বিশ্বকাপজয়ী দলের সদস্যদের সঙ্গে মউ স্বাক্ষরও করে ফেলেছে৷ মউয়ের চুক্তি অনুযায়ী, সিনেমাতে ভারতীয় দলের প্রতিটি সদস্যের নাম অপরিবর্তিত রাখা হবে৷ তাছাড়া দলের বেশ কয়েকজন সদস্যের ব্যক্তিগত জীবনের কিছু ব্যাপারও অপরিবর্তিতভাবে দেখানো হবে৷ কপিলদেবকে সিনেমাটি নিয়ে জিজ্ঞেস করা হলে বিশ্বজয়ী অধিনায়কের বক্তব্য, “ওই জয়টা গোটা দেশকে অনুপ্রেরণা জুগিয়েছিল৷ সবাই বিশ্বাস করতে শুরু করেছিল, আমরা বিশ্বজয়ের ক্ষমতা রাখি৷ আশা করব, সিনেমাটি মুক্তি পেলে সেটি নতুন প্রজন্মের কাছেও অনুপ্রেরণার হবে৷ ওই দলের প্রতিটি সদস্যের যাত্রাটা রোমাঞ্চকর৷ তা ছাড়া সেবার বিশ্বকাপ শুরুর আগে কেউ আমাদের তেমনভাবে পাত্তা দেয়নি৷ সেখান থেকে আমরা চ্যাম্পিয়ন৷ পুরো কাহিনিটাই ঘটনায় ভরা৷ আমরা প্রত্যেকে সিনেমাটি নিয়ে উত্তেজিত৷ আসলে এখানে আমাদের কাঁধেও প্রচুর দায়িত্ব পড়েছে৷ এত বছর পর সেই জয়ের সেলিব্রেশন নতুন করে হতে চলেছে বলতে পারেন৷ ”

শোনা যাচ্ছে, কপিল দেবের ভূমিকায় অভিনয় করতে চলেছেন অর্জুন কাপুর৷ বলিসূত্রে খবর, অর্জুনকে এই প্রস্তাব দেওয়া হয়েছে৷ পুরো চিত্রনাট্য শোনার পরই তিনি সিদ্ধান্ত নেবেন৷ আপাতত ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবিতে এক বাস্কেটবল খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে৷ তারপর রুপোলি পর্দায় ২২ গজে নামেন কি না সেটাই দেখার৷

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement