Advertisement
Advertisement

মা কালীর স্বপ্নাদেশে জিভ কেটে নিবেদন তরুণীর

মা কালীর স্বপ্নাদেশ পেয়ে নিজের জিভ দেবীকে নিবেদন করার ঘটনাও ঘটে৷ মধ্যপ্রদেশে এমন কাণ্ডই ঘটালেন ১৯ বছরের এক তরুণী৷

19-year-old college girl cuts off tongue as offering to goddess Kali
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 13, 2016 4:31 pm
  • Updated:August 13, 2016 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্মের নামে দেশে এখনও কোথাও কোথাও চলে পশুবলি৷ কোথাও কোথাও নাকি নরবলি পর্যন্ত হয়৷ সময় একবিংশ শতাব্দী৷ ডিজিটাল ইন্ডিয়ায় দাঁড়িয়ে আজ মানুষ এগোচ্ছে দ্রুত গতিতে৷ কিন্তুই এরপরেও মা কালীর স্বপ্নাদেশ পেয়ে নিজের জিভ দেবীকে নিবেদন করার ঘটনাও ঘটে৷  মধ্যপ্রদেশে এমন কাণ্ডই ঘটালেন ১৯ বছরের এক তরুণী৷

মন্দির চত্বরে বহু মানুষের সামনে নিজের জিভ কেটে ঈশ্বরের কাছে নিবেদন করেন ১৯ বছরের আরতি দুবে৷ দেবী যাতে তাঁর মনের ইচ্ছা পূরণ করেন, সে কারণেই  এই কাণ্ড ঘটিয়েছেন তরুণী৷ জানা গিয়েছে, মধ্যপ্রদেশের টিআরএস কলেজের ছাত্রী আরতি দুবে৷ কয়েকদিন আগেই তিনি নাকি স্বপ্নে মা কালীর দর্শন পান৷ সেখানেই দেবী তাঁকে নিজের জিভ অর্পণ করার আদেশ দিয়েছিলেন তাঁকে৷

Advertisement

এই ঘটনায় রীতিমতো চমকে গিয়েছে আরতির পরিবার৷ আরতির ভাই শচীন জানিয়েছেন, আরতির এই স্বপ্ন দেখার ব্যাপারে তিনি জানতেন৷ কিন্তু বোন যে ভগবানের কাছে নিজের জিভ কেটে অর্পণ করে দেবেন, তা তিনি স্বপ্নেও কল্পনা করতে পারেননি৷

এদিন মা কালীর কাছে নিজের জিভ কেটে দেওয়ার পর অজ্ঞান হয়ে যান আরতি৷ পাঁচ ঘণ্টা তিনি অচৈতন্য অবস্থায় মন্দিরেই পড়েছিলেন বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা৷ এরপর চিকিৎসায় তাঁর জ্ঞান ফেরে৷ তারপর তিনি আবার পুজোর বাকি অংশ সম্পন্ন করতে প্রস্তুত হন৷

আরতির এই কাজ নিয়ে সকলে বিরক্তি প্রকাশ করলেও, মন্দিরের পুরোহিত আরতির প্রশংসায় পঞ্চমুখ৷ তিনি জানিয়েছেন, আরতির এই নিবেদনে দেবী কালী সন্তুষ্ট হবেন৷ তিনিই আরতির রক্ষা করবেন৷

এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি৷ আরতির চিকিৎসার জন্য সেখানে চিকিৎসক দল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement