Advertisement
Advertisement

রাজধানীতে কিশোরকে পিটিয়ে মারল দোকানি!

শরীরে বিশেষ আঘাতের চিহ্ন না থাকলেও ইন্টারনাল হ্যামারেজের কারণে মৃত্যু হয়েছে রজতের৷

15-year-old boy beaten to death by vendor in Delhi

ছবি: প্রতীকী

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 30, 2016 5:23 pm
  • Updated:June 30, 2016 5:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগবিতন্ডার জেরে এক কিশোরকে পিটিয়ে মারল দোকানি৷ বুধবার দিল্লির ময়ূর বিহারে ১৫ বছরের এক কিশোরকে নির্মমভাবে হত্যা করা হয়৷ জানা গিয়েছে, রজত মেনন নামের ওই কিশোর বন্ধুদের সঙ্গে টিউশন থেকে ফিরছিল৷ সেই সময় স্থানীয় দোকানদারের সঙ্গে অজ্ঞাত কারণে বচসায় জড়িয়ে পড়ে সে৷ রজতের বন্ধু এবং ঘটনার প্রত্যক্ষদর্শী জানিয়েছে, বচসা শুরু হলে, দোকানি তার বন্ধুদের জড়ো করে রজতের উপর চড়াও হয়৷ এরপর ক্রমাগত রজতের উপর চলতে থাকে কিল ঘুষি৷ সংজ্ঞা হারিয়ে সেখানেই লুটিয়ে পড়ে রজত৷

rajat-menon_650x400_71467275061
এরপর ভয়ে দোকানি নিজেই রজতকে হাসপাতালে নিয়ে যেতে উদ্যোগী হয়৷ কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলে রজতকে মৃত ঘোষণা করা হয়৷ ময়নাতদন্তে জানা গিয়েছে, শরীরে বিশেষ আঘাতের চিহ্ন না থাকলেও ইন্টারনাল হ্যামারেজের কারণে মৃত্যু হয়েছে রজতের৷
ছেলের মৃত্যুর প্রায় ঘণ্টা খানেক পর ঘটনাটি জানতে পারে রজতের মা-বাবা৷ রজতের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement