Advertisement
Advertisement

জঙ্গি হামলায় অসমে নিহত ১৪

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল হামলার পর দেখা করেছেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে৷

14 killed, 15 injured in Assam’s Kokrajhar
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 5, 2016 4:43 pm
  • Updated:August 5, 2016 4:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের কোকরাঝাড়ে জঙ্গি হামলায় মৃত্যু হল অন্তত ১৪ জনের, আহত ১৫ । শুক্রবার জঙ্গিরা গ্রেনেড বিস্ফোরণের পর গুলিবৃষ্টি শুরু করে স্থানীয় এক বাজারে। পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হয় সন্দেহভাজন আততায়ীর। হামলার ঘটনায় সন্দেহের তির বোড়ো জঙ্গিদের দিকে। প্রায় ২০ মিনিট ধরে চলে পুলিশ-জঙ্গি গুলি বিনিময়৷

সংবাদসংস্থা সূত্রের খবর, জঙ্গিরা একটি গাড়ি করে এসে গুলি চালাতে শুরু করে। আওয়াজ শুনে নিকটবর্তী এলাকা থেকে ঘটনাস্থলে পৌঁছয় সশস্ত্র বাহিনী। ঘটনাস্থল থেকে একটি এ কে ৪৭, গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ৷ কেন্দ্রীয় সরকার অতিরিক্ত আধাসেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে অসমে৷ অসমের ডিজিপি মুকেশ সহায় জানিয়েছেন, বোড়ো জঙ্গিরা এই হামলা চালাতে পারে৷ অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল হামলার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলেন। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, চরমপন্থী সংগঠনগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার৷

সংবাদসংস্থা সূত্রে খবর, বোড়ো জঙ্গি সংগঠনের এক কম্যান্ডারের বিরুদ্ধে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) চার্জশিট জমা দেওয়ায় প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় জঙ্গিরা। সে কারণেই এদিনের হামলা বলে অনুমান। হামলার তীব্র নিন্দা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজু৷ নিহতদের পরিবারের পাশে থাকবে কেন্দ্রীয় সরকার, আশ্বাস দিয়েছেন তিনি৷ হামলার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল দেখা করেছেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement