স্টাফ রিপোর্টার: তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির তথাকথিত দুর্গ৷ জঙ্গিপুর, ধুলিয়ান, বেলডাঙা, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার পর এবার দখলে আসতে চলেছে মুর্শিদাবাদ জেলা পরিষদ৷ শুক্রবার আরও ১১ জন কংগ্রেস জেলা পরিষদ সদস্য তৃণমূলে যোগ দিচ্ছেন৷ এর মধ্যে তিনজন জেলা পরিষদের গুরুত্বপূর্ণ বিভাগের কর্মাধ্যক্ষ৷ এই ১১ জন আসার পর তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ৩০৷ এদিন বিকেলে তৃণমূল ভবনে জেলা তৃণমূলের পর্যবেক্ষক পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে কংগ্রেসের জেলা পরিষদ সদস্যরা তৃণমূলে যোগ দেবেন৷
তৃণমূল সূত্রে খবর, এ মাসেই আরও পাঁচজন কংগ্রেস এবং বাম জেলা পরিষদ সদস্য তৃণমূলে যোগ দিচ্ছেন৷ ওই পাঁচজন আসার পর তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতায় মুর্শিদাবাদ জেলা পরিষদে ক্ষমতায় আসতে পারে৷ দলীয় সূত্রে খবর, পর্যবেক্ষক শুভেন্দু কোনও তাড়াহুড়ো করতে চাইছেন না৷ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত নিয়েই পুজোর পরে জেলা পরিষদে অনাস্থা এনে ক্ষমতায় যেতে চাইছে তৃণমূল৷ বিধানসভা ভোটের চার মাস আগে যখন জেলা তৃণমূল পর্যবেক্ষকের দায়িত্ব নিয়েছিলেন শুভেন্দু অধিকারী তখন দলের জেলা পরিষদ সদস্য ছিল মাত্র একজন৷ একে একে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছে জেলা পরিষদ, পঞ্চায়েত এবং পুরসভাগুলি৷ ইতিমধ্যে চারটি কংগ্রেসের পুরসভা তৃণমূলের দখলে এসেছে৷ জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা ৭০৷ কিন্তু একজন জেলা পরিষদ সদস্য বিধায়ক হয়ে যাওয়ায় অনাস্থার সময়ে ভোট দিতে পারবেন না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.