সুকুমার সরকার, ঢাকা: এবার রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তুলা কারখানার শিশু শ্রমিক সাগর বর্মণকে (১০) পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় এক কর্মকর্তাসহ চারজনের নামে মামলা করেছে পরিবার।
গত বছরের ৪ আগস্ট খুলনা নগরীর টুটপাড়ার একটি মোটর গ্যারেজে একইভাবে মলদ্বারে কম্প্রেসর মেশিনের পাইপের মাধ্যমে বাতাস ঢুকিয়ে রাকিব হাওলাদারকে (১৫) হত্যা করা হয়। ওই ঘটনায় দু’জনের ফাঁসির রায় হয়।
সাগর বর্মণের বাবা রতন বর্মণ রবিবার রাত ১২টায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। জোবেদা টেক্সটাইল অ্যান্ড স্পিনিং ফ্যাক্টরির সেকশন প্রধান নাজমুল হাসানকে আটক করা হয়েছে।
রবিবার কারখানার কয়েক শ্রমিক সাগরের মলদ্বার দিয়ে বাতাস দিলে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। সাগরের বাবা রতন বর্মণ বলেন, কারখানায় প্রতিপক্ষের লোকজন আমার ছেলের পায়ুপথে মেশিন দিয়ে বাতাস প্রবেশ করালে তার মৃত্যু হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.