সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্ক শিল্পের ক্ষেত্রে সরকারি নীতির বিরোধিতা করে আগামী ২৯ জুলাই দেশব্যাপী ধর্মঘটে যেতে পারেন প্রায় ১০ লক্ষ ব্যাঙ্ককর্মী৷ সর্বভারতীয় ব্যাঙ্ক কর্মচারী সংগঠনের (AIBEA) এক শীর্ষ নেতা এ কথা জানিয়েছেন৷ ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকদের ৯টি ইউনিয়নের যৌথ মঞ্চ, ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন (UFBU) এই ধর্মঘটের ডাক দিয়েছে৷
তাদের দাবি, সরকারের ব্যাঙ্ক সংস্কারের নীতি জনস্বার্থ বিরোধী৷ ব্যাঙ্কের বেসরকারিকরণের বিরুদ্ধেও সওয়াল করেছেন তারা৷ একই সঙ্গে আপত্তি তুলেছেন ব্যাঙ্কিং সেক্টরে এফডিআই-এর পরিমান বৃদ্ধি নিয়ে৷ এইরকমই একাধিক দাবি নিয়ে ২৯ জুলাই সামিল হতে চলেছেন ধর্মঘটে৷
এআইবিইএ’র সাধারণ সম্পাদক সি এইচ বেঙ্কটচলম বলেছেন, তাঁদের সদস্য প্রায় ১০ লক্ষ ব্যাঙ্ক কর্মচারী৷ সবাই ২৯ জুলাই ব্যাঙ্ক ধর্মঘটে সামিল হবেন৷ পাশাপাশি, বেসরকারি ব্যাঙ্ক, আঞ্চলিক ও গ্রামীণ ব্যাঙ্ক, বিদেশি ব্যাঙ্ক ও সমবায় ব্যাঙ্কের কর্মীরাও এতে অংশ নেবেন বলে তিনি জানান৷ মঙ্গলবারই ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনকে ধর্মঘটের নোটিস পাঠানো হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.