Advertisement
Advertisement
Sandakphu

সান্দাকফু ট্রেকিংয়ে এবার বাধ্যতামূলক মেডিক্যাল ফিট সার্টিফিকেট, দুর্ঘটনা এড়াতে পদক্ষেপ

রাজ্য স্বাস্থ্য দপ্তরে ওই বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমতি পাওয়া গেলে আগামী শীতের মরশুম থেকে ওই বিশেষ ব্যবস্থা চালু হতে পারে।

Medical fit certificate is compulsory in Sandakphu Trekking to avoid accident
Published by: Sucheta Sengupta
  • Posted:July 4, 2024 2:03 pm
  • Updated:July 4, 2024 2:05 pm

বিশ্বজ্যোতি ভট্টাচার্য, শিলিগুড়ি: সান্দাকফু ট্রেকিংয়ে গিয়ে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা তন্ময় কুণ্ডু নামে এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি বছরের ২৮ মে-র ওই ঘটনার স্মৃতি এখনও টাটকা পর্বতারোহী মহলে। উচ্চতার কারণে অক্সিজেনের অভাবে তন্ময়বাবুর প্রথমে শ্বাসকষ্ট হয়। এর পর হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান তিনি। ঘটনার পর থেকে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের ১১ হাজার ৯৩০ ফুট উঁচু পাহাড়ে ওঠার বিষয়ে সতর্কতা নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়। অবশেষে দুর্ঘটনা এড়াতে অ্যাডভেঞ্চার টুরিজমে (Adventure Tourism) কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে জিটিএ। সান্দাকফু, ফালুট ভ্রমণে এবার বাধ্যতামূলক হতে চলেছে মেডিক্যাল সার্টিফিকেট। শরীর সুস্থ না হলে সান্দাকফুতে যাওয়ার অনুমতি মিলবে না। রাজ্য স্বাস্থ্য দপ্তরে ওই বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমতি পাওয়া গেলে আগামী শীতের মরশুম থেকে ওই বিশেষ ব্যবস্থা চালু হতে পারে।


         
কী থাকবে ওই ব্যবস্থায়? জিটিএ-র (GTA) অ্যাডভেঞ্চার টুরিজম দপ্তর সূত্রে জানা গিয়েছে, এর জন্য সান্দাকফু (Sandakphu) ট্রেকিং শুরুর পয়েন্টে থাকবে একটি স্বাস্থ্যকেন্দ্র। যেখানে ইসিজি, ইকো-কার্ডিওগ্রাফি, বুকের এক্স-রে এবং পিএফটি করার ব্যবস্থা থাকবে। সেখানকার চিকিৎসক সমস্ত দিক পরীক্ষার পর ফিট সার্টিফিকেট (Certificate) দিলেই মিলবে সান্দাকফু অভিযানের অনুমতি। জিটিএ-র পর্যটন দপ্তরের কো-অর্ডিনেটর দাওয়া শেরপা বলেন, “অ্যাডভেঞ্চার ট্যুরিজমে স্বাস্থ্যপরীক্ষা বাধ্যতামূলক করার চিন্তাভাবনা চলছে। রাজ্য সরকারের কাছে ওই বিষয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।”

Advertisement

[আরও পড়ুন: আড়িয়াদহ কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত জয়ন্ত সিং, গ্রেপ্তারি না আত্মসমর্পণ, প্রশ্ন বিরোধীদের]

এক্ষেত্রে পর্বতারোহীরা নিজেরাও বাইরে থেকে প্রয়োজনীয় পরীক্ষা করিয়ে ফিট সার্টিফিকেট নিয়ে আসার সুযোগ পাবেন। সিঙ্গালিলা জাতীয় উদ্যানের ভিতর দিয়ে সান্দাকফু অভিযানের ঝোঁক পর্যটকদের বড় অংশের রয়েছে। প্রতি বছর এই রুটে পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। পাশাপাশি বাড়ছে দুর্ঘটনা। অনেকে অসুস্থ হয়ে মাঝপথ থেকে ফিরতে বাধ্য হচ্ছেন। তাই চিন্তাও বাড়ছে। কিন্তু এবার থেকে মেডিক্যাল সার্টিফিকেট বাধ্যতামূলক (Compulsory) হওয়ায় এই সমস্যা খানিকটা কাটতে পারে বলে আশা কর্তৃপক্ষের।

[আরও পড়ুন: রাজ্যপাল বোসকে বাদ দিয়েই ২ বিধায়কের শপথ! জট কাটাতে সিদ্ধান্তের পথে স্পিকার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement