Advertisement
Advertisement
Cyber Fraud

সাইবার প্রতারণার ফাঁদ! OTP না দিয়েও মোটা অঙ্কের টাকা খুইয়ে সতর্কবাণী অভিনেতা রাহুলের

মোটা অঙ্কের টাকা খুঁইয়ে এবার তিনি নেটপাড়ায় ক্ষোভ উগড়ে দিলেন।

Rahul Dev Bose lost huge amount in online scam despite not providing OTP

ছবি: ফেসবুক

Published by: Sandipta Bhanja
  • Posted:November 27, 2024 4:26 pm
  • Updated:November 27, 2024 4:39 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাইবার প্রতারণার ঘটনা নতুন নয়! সেই ফাঁদে পা দিয়ে তারকাদের লক্ষ লক্ষ টাকা খোয়ানোর ঘটনা একাধিকবার সংবাদের শিরোনামে এসেছে। যত দিন যাচ্ছে সাইবার ক্রাইমের ঘটনা যেন বেড়েই চলেছে। এবার সাইবার জালিয়াতির শিকার অভিনেতা রাহুল দেব বোস (Rahul Dev Bose)। মোটা অঙ্কের টাকা খুঁইয়ে এবার তিনি নেটপাড়ায় ক্ষোভ উগড়ে দিলেন।

টেলিপর্দায় বেশ জনপ্রিয় মুখ রাহুল। সিরিয়ালের পাশাপাশি সিরিজেও দেখা গিয়েছে তাঁকে। কীভাবে সাইবার প্রতারণার ঘটনা ঘটল তাঁর সঙ্গে? নিজের দুর্বিষহ অভিজ্ঞতার কথা শেয়ার করে সকলকে সতর্ক করে দিলেন রাহুল দেব বোস। অভিনেতা তাঁর ইনস্টাগ্রামের পোস্টে লিখেছেন, “সদ্য বড় অঙ্কের টাকা খুইয়েছি ক্রেডিট কার্ড থেকে। একটি আন্তর্জাতিক লেনদেন করতে গিয়েই এমন বিপত্তি ঘটে। কোনও OTP-ও লাগেনি। ওটিপি না দিয়েও ঠকে যেতে হয়, এমন অপরাধের জন্য সরকার বা তাঁদের পলিসির কোনও আইনি পদক্ষেপ বা শাস্তি রয়েছে কি!”

Advertisement

এরপরই ওই পোস্টে সকলকে সাবধান করে দিয়ে রাহুল দেব বোস লেখেন, “খুব প্রয়োজন না হলে আন্তর্জাতিক লেনদেন বন্ধ করে দিন। যদি এরকম কিছু ঘটে তাহলে ঘাবড়ে যাবেন না। কারও সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস শেয়ার করবেন না। যদি সংশ্লিষ্ট সংস্থার কাস্টোমার কেয়ারের সঙ্গে আপনি নিজে কথা বলেন, তাহলে সেটা আলাদা বিষয়। তবে প্রথমেই আপনার সঙ্গে এরকম কিছু ঘটলে কাস্টোমার কেয়ারে ফোন করে কথা বলুন। বা ইমেল মারফত অভিযোগ জানান। ওদের নির্দেশ মাফিক পরবর্তী পদক্ষেপ করুন। আপনি যদি কারও সঙ্গে ওটিপি শেয়ার না করেন, তাহলে ব্যাঙ্ক বাধ্য আপনাকে খোয়া যাওয়া টাকা ফেরত দিতে।” পোস্টের শেষপাতে রাহুল দেব বোস এও উল্লেখ করেছেন যে, অনুরাগীদের সতর্ক করতে এবং নিজের ক্ষোভ উগড়ে দিতেই এই পোস্ট করেছেন তিনি।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rahul Dev Bose (@rahuldevbose)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement