Advertisement
Advertisement

Breaking News

Nusrat Jahan

সলমন সঞ্চালিত ‘বিগ বস ১৮’র প্রতিযোগী নুসরত জাহান! কী জানালেন?

২ আগস্ট শেষ হয়েছে 'বিগ বস OTT ৩'। এবার টেলিভিশনের পর্দায় সলমন খান সঞ্চালিত 'বিগ বস'-এর পালা!

Nusrat Jahan reacted on the news of her being in Bigg Boss 18 Contestant
Published by: Suparna Majumder
  • Posted:August 9, 2024 2:51 pm
  • Updated:August 9, 2024 9:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ আগস্ট শেষ হয়েছে ‘বিগ বস OTT ৩’। অনিল কাপুর সঞ্চালিত শোয়ে সেরার ট্রফি পেয়েছেন সানা মকবুল। এবার টেলিভিশনের পর্দায় সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’-এর পালা! আর তার জন্য নানা সম্ভাব্য প্রতিযোগীর নাম শোনা যাচ্ছে। এই তালিকাতেই ছিলেন টলি বিউটি নুসরত জাহান (Nusrat Jahan)। সত্যিই কি হিন্দি টেলিভিশনের রিয়ালিটি শোয়ে যাচ্ছেন তিনি? ইনস্টাগ্রামে দিলেন জবাব।

Nusrat

Advertisement

বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রাম স্টোরিতে নুসরত নিজের বৃহত্তর পরিবারের উদ্দেশে লেখেন, “তোমাদের সবাইকে জানাতে চাই। আমি ‘বিগ বস ১৮’র প্রতিযোগী হচ্ছি না। এই শো-কে সম্মান দিয়েই জানিয়ে রাখতে চাই যে এটা একটা ভুয়ো খবর যা ছড়িয়ে পড়েছে। সমস্ত পরিস্থিতিতে আমাকে ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ।”

Nusrat-Insta-Story

[আরও পড়ুন: ‘বলতে পারছি না চিরশান্তিতে থাকুন’, বুদ্ধপ্রয়াণে বিস্ফোরক তসলিমা! লিখলেন ‘অন্য অধ্যায়ে’র কথা]

নুসরতের ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা চলতেই থাকে। বিশেষ করে নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের পর থেকে। এর মধ্যেই অভিনেত্রীর অনঃসত্ত্বা হওয়ার কথা জানা যায়। তাঁর ও যশ দাশগুপ্ত সম্পর্ক নিয়েও প্রবল চর্চা হয়। নুসরতের সন্তানের বাবা কে? এমন প্রশ্ন ওঠে। পরে অবশ্য ছেলে ঈশানের বাবা হিসেবে যশের নামই নথিভূক্ত করিয়েছেন অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের যাবতীয় ঝড়-ঝঞ্ঝার মোকাবিলা করে নিজের শর্তে বাঁচাকেই প্রাধান্য দিয়েছেন নুসরত।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

কিছুদিন আগে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের রাজকীয় বিয়ের রিসেপশনে গিয়েছিলেন নুসরত ও যশ। সেদিন ফ্যাশন ডিজাইনার এষা শেট্টি তিরানির পোশাকে সেজেছিলেন টলিপাড়ার সুন্দরী। অন্যদিকে কোমল অ্যান্ড রাতুল সুদ লেবেলের নীল শেরওয়ানিতে দেখা গিয়েছে যশ দাশগুপ্তকে। জুটিকে দেখে ফটোশিকারিরাও সেই ছবি লেন্সবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি। আগামীতে নুসরতের হাতে রয়েছে ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’। তবে সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’ শোয়ে তাঁর যাওয়ার যে কোনও সম্ভাবনা নেই, সেকথা সোশাল মিডিয়ার মাধ্যমেই জানিয়ে দিলেন।

[আরও পড়ুন: ‘দেশে শান্তি বিরাজ করুক’, মায়ের অসুস্থতাজনিত কারণেই বাংলাদেশ নিয়ে ‘চুপ’ চঞ্চল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement