Advertisement
Advertisement

Breaking News

Dibyojyoti Dutta

গলায় সাপ জড়িয়ে চুমু! দিব্যজ্যোতির কীর্তিতে ভয়ে কাঁটা নেটপাড়া, দেখুন ভিডিও

'খতরো কে খিলাড়ি'! গলায় সাপ জড়িয়ে আদর দর্শকদের প্রিয় 'সূর্য'র।

Dibyojyoti Dutta shares video with snake from Thailand tour

ছবি : ইনস্টাগ্রাম

Published by: Sandipta Bhanja
  • Posted:July 3, 2024 6:18 pm
  • Updated:July 3, 2024 7:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সৃজিত মুখোপাধ্যায়ের মতোই সর্পপ্রেম দিব্যজ্যোতি দত্তর (Dibyojyoti Dutta)? ‘অনুরাগের ছোঁয়া’ সিরিয়ালের ‘সূর্য’কে দেখা গেল সাপ গলায় জড়িয়ে চুমু খেতে। শুধু তাই নয়, সাপকে আদরে ভরিয়ে দিতেও দেখা গেল অভিনেতাকে। যা দেখে চক্ষু চড়কগাছ সকলের। সাপের মুখে চুমু খেয়ে আপাতত নেটপাড়ার চর্চায় দিব্যজ্যোতি। টেলিপর্দার তারকার কীর্তি দেখে ভয়ে কাঁটা নেটপাড়া। তাঁদের প্রশ্ন, ‘আপনার ভয় করে না?’

কোথায় গিয়ে সাপের সঙ্গে এত সখ্যতা হল দিব্যজ্যোতির? জানা গিয়েছে, টানা ধারাবাহিকের শুটিংয়ের অবসরে থাইল্যান্ড ট্যুরে গিয়েছেন অভিনেতা। পরিবারের অন্য কোনও সদস্য এই সফরে তাঁর সঙ্গী না হলেও দর্শকদের প্রিয় ‘সূর্য’র সঙ্গে গিয়েছেন তাঁর দাদা। দিব্যজ্যোতির শেয়ার করা ভিডিওতেই দেখা গেল, হলদে রঙের পাইথনকে গলায় জড়িয়ে ধরে আদরে ভরিয়ে দিচ্ছেন তিনি। আর সেই ভিডিও দেখেই শোরগোল নেটপাড়ায়। অনুরাগীদের কারও মন্তব্য, ‘ও মা গো, এ তো ‘খতরো কে খিলাড়ি’।’ কেউ বা বলছেন, ‘দেখুন এবার শোয়ের জন্য রোহিত শেট্টি না আপনাকে ডেকে বসেন।’

Advertisement

[আরও পড়ুন: সাংসদ কঙ্গনাকে চড় মেরে নির্বাসিত! ‘অভিশাপে’ কোথায় বদলি হলেন মহিলা জওয়ান?]

থাইল্যান্ড সফরে গিয়ে অনেককেই এর আগে এই কর্ন স্নেক গলায় জড়িয়ে ছবি তুলতে দেখা গিয়েছে। যার ওজন একেকটার প্রায় ৩০ কেজির উপর। অভিনেতা এপ্রসঙ্গে জানিয়েছেন, ছোট থেকেই নাকি সাপ তাঁর খুব পছন্দের। একবার নাকি সাপ কিনে বাড়িতে নিয়ে আসবেন বলে, বিশেষ প্রজাতির সাপও পছন্দ করে ফেলেছিলেন। তবে মায়ের কাছে বকুনি খেয়ে সেই সাহস আর হয়নি দিব্যজ্যোতির। ভবিষ্যতেও সেই পথে আর হাঁটেননি অভিনেতা। ‘সূর্য’র প্রশ্ন, এত নীরিহ একটা প্রাণীকে কেন যে সকলে ভয় পান? জানি না। মানুষই সাপকে নিয়ে নানা ভুয়ো তথ্য দিয়ে ভয়ের কারণ করে তুলেছে, বলে মন দিব্যজ্যোতি দত্তর। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dibyojyoti Dutta (@dibyojyoti_dutta_)

[আরও পড়ুন: স্ত্রী কিয়ারার জন্যই সিদ্ধার্থ মালহোত্রার প্রাণসংশয়! খোয়া গেল ৫০ লক্ষ টাকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement