ছবি ফাইল
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহরায়ের নানা মন্তব্যে নেটপাড়া উত্তাল। নাম না করেই প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদককে একহাত নিয়েছেন ছোটপর্দার এই জনপ্রিয় অভিনেত্রী। কখনও নাম না করে প্রাক্তন প্রেমিকের কাণ্ডকারখানার বিরোধিতা করে হাত গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন তো কখনও সায়ন্তর বর্তমান প্রেমিকা কিরণের পক্ষ নিয়ে মন্তব্য করেছেন। তারই মাঝে সোশাল মিডিয়ায় নিজের জীবনের নতুন খবরের ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী? কী সেই খবর?
এই মুহূর্তে ‘জিবলি’ জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। সেই ট্রেন্ডে গা ভাসিয়েছেন দেবচন্দ্রিমাও। নিজের সোশাল মিডিয়ায় ‘জিবলি’ আর্টের সাহায্যে বেশ কয়েকটি ছবি দিয়েছেন অভিনেত্রী। তবে সবচেয়ে বড় চমক হল এই ‘জিবলি’র সাহায্যে নায়িকা নিজের সঙ্গে এক ব্যক্তির ছবিও দিয়েছেন। সেই ছবি দেখেই নেটপাড়ায় চর্চা তুঙ্গে। ছবিটি কি দেবচন্দ্রিমার প্রেমিকের? তবে কি আবার প্রেমে পড়েছেন নায়িকা? নেটিজেনদের অনুমান, ছবির সঙ্গে দেবচন্দ্রিমার লেখাটি অন্তত সেই দিকেই ইঙ্গিত করছে। নায়িকা লিখেছেন, ‘আমাদের মনের কথা প্রকাশ্যে আনতে ‘জিবলি’ না বুঝেই সাহায্য করল।’ এই লেখা পড়েই জল্পনার সূত্রপাত।
উল্লেখ্য, তিনি একগুচ্ছ ছবি দিয়েছেন সোশাল মিডিয়ায়। তার মধ্যে একটি ছবিতে যুগলকে দেখা যাচ্ছে। সবকটি অ্যানিমেটেড ভার্সান হওয়ায় ব্যক্তিকে চেনা যায়নি। আর সেটাই নাকি নিশ্চিন্ত করেছে অভিনেত্রীকে! নবাগত পরিচালক পাভেল ঘোষ তৈরি করছেন তাঁর নতুন ছবি। সেই ছবিতেই অপরাজিতা আঢ্য়র সঙ্গে দেবচন্দ্রিমা সিংহরায়কে একসঙ্গে কাজ করতে দেখা যাবে। ছবির নাম এখনও চূড়ান্ত নয়। জানা যাচ্ছে, আগামী মাস থেকে ছবির শুটিং শুরু হবে।
View this post on Instagram
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.