সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার মেয়ে। থাকেন মুম্বইয়ে। হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ দেবীনা বন্দ্যোপাধ্যায় (Debina Bonnerjee)। অভিনেতা গুরমীত চৌধুরীর স্ত্রী। ২০২২ সালে দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। এই দেবীনাই জানালেন নিজের যন্ত্রণার কথা। জরায়ুর জটিল সমস্যায় কাহিল অভিনেত্রী। প্রবল ব্যথা সহ্য করতে হয় তাঁকে।
কী এই সমস্যা? নাম এন্ডোমেট্রিওসিস। নেটদুনিয়া মারফত যা যাচ্ছে সেই অনুযায়ী, জরায়ুতে ‘এন্ডোমেট্রিয়াম’ নামের এক স্তর থাকে, এই স্তরের টিস্যু যদি জরায়ুর বাইরে বর্ধিত হয়, তখন তাকে বলে ‘এন্ডোমেট্রিয়োসিস’। এই সমস্যা থাকলে ঋতুস্রাবের সময় অতিরিক্ত রক্তপাত ও তীব্র ব্যথা হতে পারে। এছাড়াও পেলভিক ব্যথা, বেদনাদায়ক প্রস্রাব, যৌন মিলনের সময় ব্যথা এবং বন্ধ্যাত্বও হতে পারে। কিছুদিন আগে এই সমস্যার কথা জানিয়েছিলেন শমিতা শেট্টি। এর জন্য অস্ত্রোপচার করান তিনি।
তবে দেবীনা জানান, অস্ত্রোপচার করার পর সাময়িক সুরাহা হয়। কিন্তু এই সমস্যা আবার ফিরে আসে। সিনেমা-সিরিয়ালে এখন আর দেবীনাকে খুব একটা দেখা যায় না। শেষ ২০২২ সালে তাঁকে ‘বিগ বস ১৫’তে দেখা গিয়েছিল। তাও অতিথি হিসেবে। কিন্তু এখন দেবীনার বেশিরভাগ সময় কাটে দুই মেয়ে লিয়ানা ও দিবিশাকে নিয়ে। নিজের ভ্লগে ব্যক্তিগত জীবনের নানা তথ্য শেয়ার করেন।
সম্প্রতি মেয়েদের নিয়ে এক শপিং মলে গিয়েছিলেন দেবীনা। সেখানে ভিডিও রেকর্ড করার সময় তিনি বলেন, “এন্ডোমেট্রিওসিস এমন এক সমস্যা যা কখনও আপনার পিছু ছাড়ে না। হ্যাঁ, একটা ছোট্ট অপারেশন করাতে হয়। তার পর কিছুটা ভালো থাকবেন। কিন্তু এই সমস্যা আবার ফিরে আসে।” দেবীনা জানান, ছোটবেলায় তাঁর এই সমস্যা ছিল না। কিন্তু প্রথম সন্তানের জন্মের আগে যখন ঋতুস্রাব হতো, প্রবল যন্ত্রণা সহ্য করতে হোতো। সন্তানের জন্মের আগে চিকিৎসকের পরামর্শ নিয়েছিলেন দেবীনা। তখনই এন্ডোমেট্রিওসিসের কথা জানতে পারেন। তবে ব্যথা যতই হোক দেবীনা কখনও ব্যথার ওষুধ খাননি বলেই জানান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.