সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আসছে ‘সারেগামাপা লেজেন্ডস’। সঞ্চালকের ভূমিকায় এবার অনির্বাণ ভট্টাচার্য। শোয়ের এই নতুন মরশুম নিয়ে চর্চার অন্ত নেই। শ্রোতা-অনুরাগীরাও রুটিন সেট করছেন নিত্যদিন টিভির পর্দায় চোখ রাখার জন্য। আর এবার শো শুরুর আগেই ‘সারেগামাপা লেজেন্ডস’-এর বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ!
মাস দুয়েক ধরেই ‘সারেগামাপা লেজেন্ডস’-এর অডিশন চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সেই অডিশন নিয়েই এবার ভাইরাল এক বিস্ফোরক পোস্ট! যেখানে অডিশনের কার্ড শেয়ার করে অভিযোগ তোলা হয়েছে, পাঁচটি পর্বের জন্য নাকি ২ লক্ষ টাকা চাওয়া হয়েছে ফোন করে। ঠিক কী লেখা ওই পোস্টে, যা কিনা এখন দেদার গতিতে ভাইরাল? সুপ্রিয় নামে জনৈক তরুণ লিখেছেন, “সারেগামাপা-র ৫টি এপিসোডের জন্য আমার কাছে ২ লাখ টাকা দাবি করা হয়। এই টিভি শোটা নিয়ে অনেকের অনেক রকম ভরসা আশা থাকে। অনেকেই অনেক দূর থেকে এই শোতে অডিশন দিতে আসেন, মনে একটা আশা নিয়ে। কিন্তু তারা এটা জানে না এই ঝাঁ চকচকে পর্দার পেছনের জঘন্য সত্যিটা। তাঁর দাবি, সেকেন্ড রাউন্ড অডিশন দেওয়ার পরই নাকি তাঁর কাছে ফোন আসে। এবং তাঁর কাছ থেকে ২ লাখ টাকা চাওয়া হয় ৫টা এপিসোড এর বিনিময়ে।”
হাজারের উপর শেয়ার হওয়া ওই পোস্ট দেখে অনেকেই হতভম্ব! কেউ পালটা সুপ্রিয়কে দুষেছেন যে তিনি সুযোগ না পেয়েই এমন কাণ্ড ঘটিয়ে বসেছেন। দুর্নীতির অভিযোগ তুলছেন জনপ্রিয় শোয়ের বিরুদ্ধে। তবে একাংশের দাবি, তাঁদের সঙ্গে কিংবা তাঁদের চেনা পরিচিত লোকজনের সঙ্গেও নাকি এই একই ঘটনা ঘটেছে সময় বিশেষে। অনেকেই এর শিকার! কেউ কেউ আবার ওই ফোনকল ভুয়ো কিনা সেটা যাচাইও করে নেওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও জি বাংলা কিংবা ‘সারেগামাপা লেজেন্ডস’ টিম এপ্রসঙ্গে এখনও কোনরকম বিবৃতি প্রকাশ করেনি। তবে ভাইরাল পোস্ট নিয়ে চর্চার অন্ত নেই। দিন কয়েক আগেই অডিশন নিয়ে আরেক বিতর্ক দানা বেঁধেছিল। শোনা গিয়েছিল, গৌরব সরকার নাকি অডিশনের গান না শুনে হাসি-ঠাট্টা করছিলেন। এবার শোয়ের অংশ নেওয়ার জন্য ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ উঠল।
প্রসঙ্গত, ‘সারেগামাপা লেজেন্ডস’-এর এবারের নয়া চমক সঞ্চালক অনির্বাণ ভট্টাচার্য। তর্ক-বিতর্ক যতই হোক না কেন, এই শো ঘিরে বরাবরই শ্রোতা দর্শকদের আলাদা কৌতূহল থাকে। প্রতিবার চমক উপহার পান তাঁরা। এবারেও যে তার অন্যথা হবে না, বলাই বাহুল্য। অভিনয় এবং পরিচালনার পাশাপাশি অনির্বাণ ভট্টাচার্য দারুণ গায়কও বটে! ‘শাহজাহান রিজেন্সি’ ছবিতে তাঁর কণ্ঠে ‘কিচ্ছু চাইনি আমি…’তে শ্রোতারা মুগ্ধ। ‘বল্লভপুরের রূপকথা’ ছবিতে ‘সাজো সাজাও’ গানটির নয়া ভার্সনে দেবরাজ ভট্টাচার্যের সঙ্গে তিনিও গেয়েছেন। আর এবার সেই শিল্পীসত্ত্বার জোরেই ‘সারেগামাপা লেজেন্ডস’-এর সঞ্চালকের ভূমিকায় অনির্বাণ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.