সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বদলাচ্ছে এলন মাস্কের এক্স হ্যান্ডলের কনটেন্ট পলিসি। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, এবার থেকে পর্ন কনটেন্ট ও অ্যাডাল্ট কনটেন্টে কোনও বিধিনিষেধ থাকবে না এক্স হ্যান্ডলে। গত ৩ জুনই এই পরিবর্তন আনা হয়েছে এক্সের (X) নীতিতে।
কী ধরনের অ্যাডাল্ট কনটেন্টকে অনুমোদন দেওয়া হয়েছে? বলা হয়েছে, পারস্পরিক অনুমতিতে হওয়া যৌনতা ও প্রাপ্তবয়স্কদের নগ্নতা সম্বলিত কনটেন্ট দেখানো যাবে। নগ্নতা সম্পূর্ণ কিংবা আংশিক, দুই-ই দেখানো যাবে। এর মধ্যে যৌনাঙ্গ, নিতম্ব ও স্তনের ক্লোজ আপ কিংবা যৌন সঙ্গম সবই রয়েছে।
প্রসঙ্গত, কিন্তু সব ধরনের পর্ন কনটেন্টের অনুমোদন দেওয়া হয়নি। ‘ক্ষতিকর’ পর্নকে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে। ইচ্ছের বিরুদ্ধে যৌনতা জাতীয় কনটেন্ট কিংবা অপ্রাপ্তবয়স্কদের যৌনতা কোনও ভাবেই পোস্ট করা যাবে না। এমনকী, প্রোফাইল পিকচারে অথবা ব্যানার কিংবা বাইরে থেকে নজরে আসে এমন কোথাও ওই ধরনের কনটেন্ট ব্যবহার করা যাবে না।
এই ধরনের কনটেন্ট কিন্তু এক্স হ্যান্ডলে আগেও দেখানো যেত। কিন্তু তা ছিল কেবল সাবস্ক্রিপশন ভিত্তিক। এর জন্য ইউজারদের অর্থ দিতে হত। কিন্তু নতুন নিয়মে সাবস্ক্রিপশন ছাড়াই অ্যাডাল্ট কনটেন্ট পোস্ট করা যাবে। তবে এর জন্য ইউজারদের অ্যাপের মিডিয়া সেটিংসে গিয়ে তা সক্রিয় করতে হবে। সেই সময় যাচাই করা হবে তাঁদের বয়স। ১৮ বছরের কমবয়সি কিংবা যাঁরা এক্স হ্যান্ডলে নিজেদের বয়স সংক্রান্ত তথ্য দেননি তাঁরা কেউই এই ধরনের কনটেন্ট দেখতে পারবেন না। আসলে অপ্রাপ্তবয়স্করা যাতে কোনওভাবেই এই ধরনের কনটেন্ট না দেখতে পারে, সেটা নিশ্চিত করার চাপও রয়েছে এক্সের উপরে। তাই এই ধরনের সিদ্ধান্তও নিয়েছে মাস্কের সংস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.